sorry ( A cute couple story)
sorry ( A cute couple story)


ললিতা : what the hell ? এসব ঠিক নয় । এসব কী বললি তুই? ( উচ্চস্বরে )
রণজিৎ: আরে কী আর বললাম। just একটা ইয়ারকি ই তো মারলাম।
ললিতা : ওটা ইয়ারকি নয় ।
রণজিৎ : একটা ইয়ারকি বুঝতে পারছো না। কী হবে তোর দ্বারা ?
ললিতা : বাজে কথা কম বল।
খুব অসস্তিকর পরিস্তিতি । রণজিৎ এর ও মাথা গরম হয়ে যাচ্ছে।
ললিতা : এবার থেকে আর কোণো party তে আমার সাথে যাবি না। ........
রণজিৎ : আমার কোণো ইচ্ছা নেই ।
ললিতা : সব সময় আমাকে insult করা। কেন ঘ্যাম ?
রণজিৎ : shut up nonsense......
ললিতা : why are you shouting?
রণজিৎ : তোমার আচারণে আমি চিৎকার টা করতে বাধ্য হচ্ছি।
ললিতা : আমি কী করলাম? সব তো তুই করলি।
রণজিৎ মাথা ঠান্ডা না রাখতে পেরে। চিৎকার করে বলে ওঠে : Get lost from my house.......
সে নিজেও জানে না রাগের মাথায় সে কী বলে ফেলল।
ললিতার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে থাকে।।
রণজিৎ একটু কেমন হয়ে পড়ে। সে কী যেন একটা বলতে যাবে........... তার ই মাঝে
ললিতা : stop .... কাদতে কাদতে পাশের ঘরে চলে যায়।
রণজিৎ ও রেগে মেগে সোফায় বসে ....
এদিকে ললিতা ঘরে ঢুকে কাদতে থাকে।
বলে রাখা ভালো ললিতা হল রণজিৎ এর বিবাহিত স্ত্রী।
এদিকে রণজিৎ শুুুধু ললিতার কথা ভাবচ্ছে।
পুরাতনের সেই ললিতা র সাথে কাটানো
মূহুর্ত গুলো তার বার বার ভাবিয়ে তুলছে।
টেবিলের উপর থাকা couple picture টার
দিকে নজর ফেললেই তার বুুুকটা ভরে উঠচ্ছে।
পাশের ঘরের অভিমানী ললিতা চোখের জল মুছে , রণজিৎ এর কথাই ভাবচ্ছে। তার মন তার সমস্ত কথাকে অযুক্তিক বলে তুুুলছে বারবার। Bed room এর বিয়ের ছবিটা বারবার তার চোখের কোণে জল এনে দিচ্ছে।
দুজনেই তবু অপেক্ষা য় আছে কে আগে sorry বলে দেখি।
এই ভাবে ৩০ মিনিট কেটে গেলে রণজিৎ আর স্থির থাকতে পারে না।
সে মনে মনে ভাবে : এটা আমি কী বললাম ওকে... ছি!!!!!!!!
এদিকে ললিতা তাও ভাবে : সামান্য ইয়ারকি এর জন্য আমি ওকে কত কথা না শোনালাম
। ছি!!!!
এরপর ই হল আসল ট্রেজেডি........
Bed room থেকে ললিতা আর sitting room থেকে রণজিৎ ছুুটে এল ....
মুখমুখি হতেই দুুুজনেই বলে উঠল " sorry , sorry ............. "
চোখে একরাশ জল নিয়ে।
রণজিৎ , ললিতা কে জড়িয়ে ধরল। তারপর
ললিতার চোখের জল মুুছতে মুছতে বলছে
" এত অভিমান ? "
ললিতা : sorry . এক দুষ্ট হাসি হেসে।
One sorry change your life.