Sanjib Ghosh

Children Stories Inspirational Children

3.9  

Sanjib Ghosh

Children Stories Inspirational Children

দোষ

দোষ

1 min
257


একদা একদেশে এক চোর ট‍্যাঙ্গের ঢাকনা চুরি করতে গিয়ে ধরা পড়ে । বাড়িয়াওলা পুলিশের হাতে তুলে দেয়। 

পুলিশ ওই দেশের বিচারের    কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চোরটির ফাঁঁসি জারি হয়।


ফাঁসির দিন যখন চোরটির  শেষ ইচ্ছা জানতেে চাওয়া হয় তখন সে বলে , সে শেষবারের মতো দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায়। 


তার কথা মেনে নিয়ে    তাকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার ব‍্যাবস্থা করে দেওয়া হয়। সে প্রধানমন্ত্রী কে বলে : স‍্যার আমার কাছে  একধরণের বীজ আছে যা আমি রোপন  করে মৃৃত‍্যু বরণ করতে চাই।


প্রধানমন্ত্রী বললেন :    আচ্ছা তাই হবে। 

চোর বলল ইহার জন্য আমাকে সাতদিন দিন।


সাতদিন পর চোরকে  বিচার সভায় ডাকা হল।

চোর বলললেন মন্ত্রী মশাই ,   

এই বীজ একমাত্র যে চুরি করি নি সেই রোপন করতে পারবে।


প্রধানমন্ত্রী অর্থ মন্ত্ররীকে প্রস্তাব দিলে তিনি বলেন

: আমার উপর গোটা দেশে র অর্থ ব‍্যাাাবস্থার দায়িত্ব আছে একটু ওদিক সেদিক হয়।


পরিবহন মন্ত্রী : আমার  ও একি।


শেষমেশ প্রধানমন্ত্রী  কে দায়িত্ব নিতে বললে তিনি বলেন : গোটা দেশ আমি চালাচ্ছি একটু ওদিক সেদিক হয় তো নাকি।


একজন বলে ওঠে : তবে এ  তো  

সামান্য ঢাকনা চুুুরি    করেছে, তাতে এত বড়ো সাজা! 


নীতিকথা : নিজের দোষটা  আগে বিচার করুন।


Rate this content
Log in