Sanjib Ghosh

Drama Tragedy Inspirational

1.9  

Sanjib Ghosh

Drama Tragedy Inspirational

নজর

নজর

1 min
146


রাত তখন প্রায় দশটা। এক মেমসাহেব কাধে ব‍্যাগ আর হাতে স্মার্টফোন নিয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে। পরনে তার জামা আর জিন্স, হাতে বেশ দামী কোম্পানির ঘড়ি। 


হাবভাব একটু বেশী ই। ব‍্যাগ থেকে হেডফোনটা বের করে কানে গুুজল । 


এইভাবে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে এক রিক্সাচালক এগিয়ে আসে তার দিকে। 


রিক্সাচালক : মেমসাহেব , কোথায় জাবেন ? 

 

মেমসাহেব : জাবেন কোলে পাড়া ?


রিক্সাচালক : হ্যাঁ । বসুন ।


মেমসাহেব : চল তাহলে ।  


রিক্সা চালক কী একটা বলতে যাবে ঠিক তখনই  

মেমসাহেব বলে উঠলেন : 

পয়সার চিন্তা করতে হবে না ।


চালক মাথা নীচু করে রইলেন।


রিক্সা চালু হয়েছে .............................................


চালক চালাচ্ছে নিস্তব্ধে । এদিকে মেমসাহেব 

ফোনে কথা বলছে । সমস্তটাই ইংরেজিতে ।


কিছুক্ষণ পর মেমসাহেব লক্ষ্য করলেন  

রিক্সাচালক টি হাসছেন । কিছুুুক্ষন পর হঠাৎ করে , 


মেমসাহেব : Hey , You , Why is you laughing ? By the  way তুমি আবার english জানো না। 

এরকরম ভাবে হেসে কী প্রমাণ করতে চাইছো । 

এমন ই তো অশিক্ষিত , না জেনে হাসি ওরাছো।



রিক্সাচালক : এভাবে বলবেন না Madam .

হাসির কারণ টা যানেন ?


মেমসাহেব : কী ?( অসম্মানের চোখে ) 


রিক্সাচালক : আপনি এক্ষুণি বললেন যে " why  

Is you laughing ?" 

আসলে ওখানে হবে " why are you laughing at me ?"


 আর আমি অশিক্ষিত নই । গরীব বটে কিন্তু টাকার লোভ নেই। বাবা অসুস্থ বলে আজ 

রিক্সা টানছি।


Madam , don't mind but please respect  

the poor. 






Rate this content
Log in

Similar bengali story from Drama