অবশেষে প্রেম
অবশেষে প্রেম
অবশেষে আবার প্রেম ,
অবশেষে আবার প্রেমে পড়া ,
অবশেষে একসাথে হেটে চলা।
ঝড়ার সময় এলো বলে ,
তাই তো আছি দুহাত ধরে।
অবশেষে নেভাবো দিয়া ,
জ্বলবে শুুুধু বংশ হিয়া।
রোজ সকালের কাজ টা আজ,
কমার থেকে বেড়ে গেছে।
বার্ধক্য প্র্রেমে দূরত্ব
কিছুটা হলেও কমে গেছে।
ভালোবাসার দিয়া তবে
নিবাইবে তাড়াতাড়ি ?
৫০ বছরেও এমনদিন,
আসে নি কাছাকাছি,
যেদিন থেকেছি ছাড়াছাড়ি।
হয়েছে বয়স আশির কাছে ,
তাইতো আছি উভয়ের নিশ্বাসে।
ঝামেলা আর ভাল্লাগে না ,
তাই ছেড়েছি ভিটে মাটি ।
দুখে থেকেও সুখে আছি,
কারণ আমরা দুজন পাশে আছি।
সতেজ পাতার তিনটি দশা ,
বুড়ো হয়েও বেচে আছে ,
মনেরর ডানা ,
উড়ে যাবো ওই আকাশে ।
আজো সেই এক ই রূপে ,
হাতের উপর হাতটি আছে ।
আত্মা হয়েও রয়ে গেছি ,
নয়নের ওই দুটি তারা রূপে ।
অবশেষে আবার প্রেম ,
অবশেষে আবার প্রেমে পড়া।