অশেষ ভালোবাসা
অশেষ ভালোবাসা


( আকাশ ঘরে ঢুকে দেখে রাইমা মুখ নীচু করে বসে আছে.........)
আকাশ : কী রে ? কী হয়েছে মন মরা?
রাইমা : কিছু না।
আকাশ :হানিমুন এ এসে মন মরা? এখন ও গোয়া পুরো টা ঘোরা বাকি আছে ? চল ড্রেস পর।
রাইমা : না আমি যাব না ।
( আকাশ , বিছানায় মনমরা হয়ে বসে থাকা রাইমার হাত দুটো ধরল আর বলল......
আকাশ : ঠিক আছিস তুই ? শরীর খারাপ না মন খারাপ?
রাইমা : কিছু ই হয়নি আমার । ( মাথা নীচু করে)
আকাশ : আমার চোখের দিকে তাকিয়ে বল ( চেচিয়ে) ,............... বল ...... রাইমা।
রাইমা : (কাঁঁদতে, কাঁঁদতে) তুই কেন আমায় বিয়ে করলি ?
আকাশ : কী বলছিস তুই ? তোর মাথা ঠিক নেই।
রাইমা : না আমার মাথা ঠিক আছে । ....
আকাশ : এসব কথা থাক না । হানিমুন এ এসেছি আমরা।
রাইমা: না , কেন কথা ঘোরাস। তুই জানিস আমি মা হতে পারব না তবু কেন বিয়ে করলি আমায়?
আকাশ : এসব কথা ছাড় না ইয়ার। আমি মাকে বুুঝিয়ে বলব।
রাইমা : মা , কিছুই বলবে না আমি জানি । তবু সব জেনে , ব
িয়ে ভাঙার সুযোগ পেয়েও তুই আমায় বিয়ে করলি কেন?
আকাশ : উফফফফফফফ ! রাইমা।
রাইমা: আমাদের তো লাভ ম্যারেজ নয়। তবু বিয়ে করলি , ভালোবাসলি , আর আমি তোকে " একজন স্বামীর ভালোবাসার দানটা" দিতে পারলাম না রে। ক্ষমা করিস আমায়।
(আকাশ , রাইমার হাতদুটো ধরল...........)
আকাশ : আমি বিয়ে করেছি তোকে বিকজ আই লাভ ইউ .. ইয়ার .... আমি সেক্স রার জন্য বা বাচ্চার জন্য বিয়ে করি নি......
রাইমা : সেই একী কথা......
আকাশ : ভালোবাসা মানে সেক্স নয় । একটা বেবি পাওয়ার জন্য তোকে বিয়ে করিনি আমি। জীবনের অমর সঙ্গী হিসাবে তোকে আমি খুঁজে পেয়েছি। একজন স্বামী সেক্স যতনা মনশাান্তি বা যৌনশান্তি পায় তার থেকে অসীম শান্তি স্ত্রীকে ভালোবেসে পায়।
রাইমা : সমাজ ???
আকাশ: সমাজ কী বলল তাতে আমাার কিছুই যায় আসে না। এটুকু বলতে পারি , I love you so much.......
রাইমা কাদতে লাাগল আর জড়িয়ে ধরল আকাশকে ।
আকাশ মোছাতে লাগল রাইমার চোখের জল।
রাইমা : I love you too........
ভালোবাসা মানেই sex নয় ।।