সঞ্চয়ী(প্রম্পট ১৮)
সঞ্চয়ী(প্রম্পট ১৮)


পাঁচ বছরের জন্মদিনে রিয়া একটা পিগি ব্যাংক পেয়েছিল। বাবা মায়ের উৎসাহে ছোট্ট পিগি ব্যাংক ভরতে লাগলো। ছোট্ট রিয়া ধীরে ধীরে বড় হতে লাগল আর বাড়তে লাগলো তার সঞ্চয়। কিন্তু ছোটবেলায় শুরু করা সঞ্চয় আজ অনেকটাই পরিণত। ওদের বাড়িতে সেই ছোটবেলা থেকে দেখে আসছে রানবার মাসি আমলা পিসিকে। তার তিনটি মেয়ের বড়টির কলেজে ভর্তির জন্য যত্ন করে রাখা পিগি ব্যাংকটা বগঞ্জে দিলো রিয়া। এরজন্য রিয়ার একটু ও কষ্ট হয়নি । মবে হোলি এতদিনে সঞ্চয় আজ সঠিক সময়ে কাজে লাগলো।