STORYMIRROR

Mampi Chatterjee

Romance Others

3  

Mampi Chatterjee

Romance Others

স্মৃতি(প্ৰম্পট 19)

স্মৃতি(প্ৰম্পট 19)

1 min
168



আজ অনেক বছর পর পিঙ্কু আর রিঙ্কু দুই ভাইবোন একসঙ্গে পরিবার নিয়ে দেশের বাড়ি এসেছে। দুই ভাই বোনেরই ছেলে মেয়ে বাতি নাতনি নিয়ে ভরা সংসার। সবাই মিলে হৈ হৈ করে রান্না বান্না করে খেয়ে সারাটাদিন কেটে গেল। পিরদিন খুব ভোরে , সবাই ঘুমিয়ে আছে , সত্তর বছরের পিঙ্কু তার পাচাত্তর বছরের দিদি রিঙ্কুকে ঘুম থেকে তুলে পুকুর ঘাটে নিয়ে গিয়ে বলল " আমি ট্যে কিছু বলতে চাই দিদি। সেই ছোটোবেলায় তোর উপর রাগ করে তোর প্রিয় পুতুলটা পুকুরে ফেলে দিয়েছিলাম। তুই কদিন খুব কেঁদেছিলি। কিন্তু ভয়ে তখন বলতে পারিনি। অনেক বার বল

ার সাজেস্ট করেছি । কিন্তু বলতে সাহস পাইনি। কিন্তু না বলতে ওদের খুব জাস্ট পেয়েছি সারাজীবন। অভাবের সংসারে মা আর তোকে কোনো খেলনা ও কিনে দেয়নি। ক্ষমা করে দে দিদি!!"


রিঙ্কির চোখড়িয়ে তখন অবিরাম জল গড়িয়ে পড়ছে। "ভাই তারপর থেকে তো তুই একদম পাল্টে গেলি রে। সবসময়ই আমাকে আগলে রাখতিস। তুই ই তো হয়ে গ্গেলি আমার সবসময়ের খেলার সাথী। পুতুলের কষ্টতো আমি ভুলেই গিয়েছিলাম রে" ।


পিঙ্কু বলে উঠলো "তবে ভালোই করেছিলাম কাজটা , কি বলিস "!!!!!

দুজনে প্রাণ খুলে হাসতে লাগলো......



Rate this content
Log in

Similar bengali story from Romance