STORYMIRROR

Rajdeep Acharjya

Abstract Others

3  

Rajdeep Acharjya

Abstract Others

শিকড়ের টানে।

শিকড়ের টানে।

1 min
122



এই কিছু ক্ষন আগে একটা বন্ধুর সাথে কথা হচ্ছিলো। সে বলল, 'Lockdown শেষ হলে একবার দেশ বাড়ি যাবো। কলকাতা এ হাপিয়ে উঠেছি। Office এর চাপ আর এই একঘেয়ে জীবন আর ভালো লাগছে না। পেটের দায়ে পড়ে আছি।'


কথা গুলো কানে লাগলো। প্রায় বছর খানেক আগে office colleagues রা মিলে দীঘা ঘুরতে গিয়ে ছিলাম, সেই এক সন্ধ্যায়ে গান, আড্ডার মাঝে একজন দাদা বলে উঠলো, "আমরা যারা ওপার বাংলার লোক তারা খুব অসহায়, নীজেদের কোনো ভিটে নেই। সারা জীবন এই South Calcutta র concrete jungle এর মধ্যে ই কেটে গেল। "


সত্যি কতটা অসহায় আমরা। আমার ঠাকুরদারা ছ

িল মৈমনসিংহ থেকে আর দাদু রা ছিল ঢাকা থেকে। 

অর্থাৎ আমার কোন উপায় নেই দেশ বাড়ি যাওয়ার,কারণ আমরা তো "Refugee"! শিকড় হীন। 


ইষ্ট বেঙ্গল আর বাংলাদেশ এক নয়। ইষ্ট বেঙ্গল রা মনে প্রানে, ত্যাগে ভারতীয়। মন খারাপ হয়ে ঠিক, কিন্তু একটা কথা মনে পড়ে যায়। দেশ তো সেই অর্থে ছাড়তে হয় নি। আগে ও ভারতের ছিলাম এখন ও ভারতের আছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো। 


তাই আমার সকল ঘটি বন্ধুদের বলছি। পরের বার দেশ বাড়ি গেলে আমাকেও নিয়ে যাস। খুব খুশি হব। 


বড্ড হাপিয়ে উঠেছি, এই কনক্রিটের এর জাঙ্গল এ ।


Rate this content
Log in

Similar bengali story from Abstract