hena Mahato

Inspirational Others

3  

hena Mahato

Inspirational Others

ঋণশোধ

ঋণশোধ

1 min
283



অনিমেষবাবুর পুত্রবধূর একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘন্টা পর হৃৎস্পন্দন থমকে যায়। 

সারাবাড়িতে শোকের ছায়া। দুধের শিশুটা কেঁদেই চলেছে।


অভাবের তাড়নায় মিনু অনিমেষবাবুর ঘরে পরিচারিকার কাজ করে। মিনুর একবছরের ছেলেটাকে গিন্নিমা খুব স্নেহ করেন। 


গিন্নিমা মিনুর কাছে গিয়ে বলেন "মা এই দুধের শিশুটার খিদে মিটিয়ে দে।"

""

মিনু বলে" গিন্নিমা আমরা নিচুজাত!" 

গিন্নিমা বলেন

" মায়ের কোনো জাত হয় না মিনু।" 


গিন্নিমা মিনুর কোলে নাতনিকে দিয়ে বললেন "তোর মাতৃসুধার ঋণ কখনও পরিশোধ করতে পারব না ।"


 গিন্নিমা মিনুর পরিবারের দেখাশোনার ভার নিজের কাঁধে তুলে নেন।


 মিনুর ছেলে স্কুলে চাকরী পেয়েছে। মিনুর ছেলে গিন্নিমাকে প্রনাম করে বলে এ সব আপনার আশীর্বাদের ফল।


Rate this content
Log in

Similar bengali story from Inspirational