রাঙিয়ে দিয়ে যাও(( প্রম্পট১৬)
রাঙিয়ে দিয়ে যাও(( প্রম্পট১৬)


আজ দোল। রিয়া মব খারাপ করে বসে আছে। নতুন বিয়ে হয়েছে ওর । এ বাড়ির রীতিনীতি ও কিছুই জানে না । বিয়ের আগে বাড়িতে ওরা ছোট বড় সবাই মিলে রং খেলতো । কিন্তু এ বাড়িতে কি হবে ও বুঝতে পারছে না । সম্বন্ধ করে বিয়ে তাই কাউকে যে জিজ্ঞেস করবে সেটা ও পারছে না । বাড়িতে শুধু বড় আর শ্বশুর শাশুড়ি । কলিং বেলের আওয়াজে উঠে যেতে হলো দরজা খুলতে , কিছু বুঝর ওঠার আগেই সারা গা রঙে ভরে গেল। আকস্মিকতা কাটিয়ে দেখতে পেল ওদের পাশের ফ্ল্যাটের মেয়ে দুটো টুম্পা তুতুন । ওদের কাছ থেকে রং নিয়ে রিয়া ও ওদের খুব করে লাল , নীল, হলুদ , সবুজে সাজিয়ে দিলো। মন খারাপের বাতাস কেটে গেল রঙের ছোঁয়ায়।