পুরুষ নির্যাতন
পুরুষ নির্যাতন
সেদিন বউয়ের সাথে ঝগড়ার এক পর্যায় বউ আমাকে ঝাড়ু দিয়ে ঢিল দিল😭😭😭😭
এমন লজ্জার বিষয় না পারি সইতে না পারি কইতে 😔😔😔
অবশেষে আব্বার কাছে গেলাম বিচার দিতে😒😒😒
গিয়ে দেখি আব্বায় এই বয়স কান ধরে দাড়িয়ে আছে😬😬😬
আর আম্মা বলছে ফের যদি আমার মুখের উপর কথা বলোতো ঘরের বাহিরে বেড় করে দিব😡😡😡
আব্বা বললো এই বার শেষ, আর জীবনে তোমার মুখের উপর কথা বলবোনা😞😞😞এবারের মতো মাফ করে দাও😔😔😔
আব্বাকে আর কিছু বলা হলোনা।।গেলাম শশুর আব্বার কাছে। গিয়ে দেখি তিনি ঘর ঝাড়ু দিচ্ছে 🤣🤣
জিজ্ঞেস করলাম শশুর আব্বা আপনের এই হাল কেন🤔🤔🤔
বললো আর বইলোনা বাবা তোমার শাশুড়ী আম্মা সিরায়াল দেখতেছিল,ভুল করে চ্যানেল চেঞ্জ করছি।তাই আজ বাড়ির সমস্ত কাজ আামারে করা লাগবো😭😭🥴
শশুড়ের কথা শুইনা যা বুঝলাম হের মেয়ে হের মায়ের মতো হইছে😁😁😁😁
গেলাম থানায় পুরুষ নির্যাতন মামলা করতে 😌😌😌
গিয়ে দেখি ওসি সাহেব পোড়া হাতে মলম লাগাইতেছে😬😬😬
জিজ্ঞেস করলাম স্যার পুড়লো কেমনে🙄🙄
আর বইলেননা ভুল করে আপনার ভাবির চায়ে চিনির বদল লবণ দিছিলাম। তাই আপনার ভাবী খুন্তীর ছ্যাকা দিছে 😭😭😭
ওসির কথা শুনে নিজেই দমে গেলাম🥵🥵🥵 যেখানে ওসি নিজেই নির্যাতিত, সেখানে আমারে নির্যাতন ডাল ভাত😪😪

