#পরম নির্ভরতা
#পরম নির্ভরতা
ছোটগল্প
বিষয়: প্রেম
কলমে: বুলা বিশ্বাস
শিরোনাম:
#পরম নির্ভরতা
ভালোবেসেইতো বিয়ে হয়েছিলো, চূর্ণীর আর কমলেশের। একহাজার দিনের ভালোবাসায়, একে অপরকে চিনে নিয়ে, পরম নির্ভরতায় বিয়ের পিঁড়িতে বসা এবং সংসার করার অদম্য ইচ্ছাকে বাস্তবায়িত করা। হুমম, সংসারতো করছেই ওরা। কিন্তু সত্যিই কি এটাকে সংসার করা বলে? কমলেশের ভালোবাসার তীব্রতায় চূর্ণীর গলায় ফাঁস পড়ার উপক্রম। সবাই বলে, এটাকেতো ভালোবাসা বলা যায় না, এ হলো নিজ সম্পত্তিকে আঁকড়ে ধরার বাসনা! আর সেখানেই যত বিপত্তি।
বিয়ের প্রথম প্রথম কমলেশ চূর্ণীকে চোখে হারাতো। কিন্তু দিন যায়, কমলেশের কাছে চূর্ণী আর ভালোবাসা নেই, কেমন একটা যন্ত্রের রূপ নিয়েছে। কমলেশ চূর্ণীকে ওর সম্পত্তি বলে ভাবে। ওর ইচ্ছে, ও চূর্ণীকে যেমন বলবে, চূর্ণী তেমনটাই করবে। চূর্ণীর কোনো নিজস্ব স্বাধীনতা নেই। নিজের ইচ্ছেমত কিছু করতে পারে না। করতে গেলেই চরম অশান্তি। চূর্ণীকে মারধোর পর্যন্ত খেতে হয়।
ওদিকে কমলেশের নাগপাশে বন্দিনী চূর্ণী, যে কিনা ভালোবাসা পাবার কাঙাল, তার ওই পাগলপারা মনের চোরাস্রোতে, প্রকৃত প্রেমিকের খোঁজ শুরু হয়ে গেছে।
কমলেশের উদ্ধত ব্যবহারে, ও শঙ্কিত, অত্যাচারিত, মর্মাহত। কমলেশের কোনো আচরণকেই সঠিক ভাবে মেনে নিতে পারে না। প্রায় সময়ই ও চুপ করে থাকে।
ওর ভালোলাগার কাজ বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করা। ভাবপ্রকাশের ভঙ্গী এত সুন্দর ও সাবলীল যে, বেশির ভাগ ক্ষেত্রেই ওর লেখা মনোনীত হয়ে যায়। এভাবেই পত্রপত্রিকার প্রকাশকদের চোখে পড়ে যায় ও।
এমনই একজন কবি ও প্রকাশক, তর্পণ রায় ওকে ফ্রেণ্ড রিকোয়েস্ট পাঠায়। চূর্ণী ওনার ফেসবুকের প্রোফাইল ঘেঁটে দেখে নেয়। ও বুঝতে পারে, বেশ মার্জিত ও পণ্ডিত ব্যক্তি, তর্পণ রায়। চূর্ণী ওনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। মুঠোফোনেই বন্ধুত্ব চলতে থাকে। উনি চূর্ণীর দুঃখটা কোথায় বুঝতে পারেন। ওনার একটা জেদ চেপে যায়, যেভাবেই হোক, চূর্ণীর লেখা বই বই হিসেবে প্রকাশ পাক। ও যে খুব সাধারণ কেউ নয়, সেটা অন্ততঃ কমলেশ বুঝুক।
এভাবেই কীভাবে চূর্ণী আর তর্পণ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তর্পণ অবশ্য চূর্ণীকে বলেন, উনি ওর থেকে বয়সে যথেষ্ট বড়। চূর্ণী বলে, 'ভালোবাসায় বয়সটা কোনো বিষয় নয়। একে অপরকে বুঝতে পারা এবং সহমর্মী হওয়াটাই বড় কথা।'
তর্পণ মূলতঃ চূর্ণীর লেখাগুলোকে সাপোর্ট করেন। মাঝে মাঝে এডিট করে দেন। সাথে সামনের বইমেলায় ওর লেখা গল্পগুলো নিয়ে একটি গল্পসংগ্রহের বই প্রকাশ করবার আয়োজন চালাচ্ছে। তর্পণ বোঝেন, এতেই যে চূর্ণীর বিরাট ভালোলাগা। চূর্ণীর ভালোলাগাতেই তর্পণের যত খুশি। ওদের ভালোবাসার পথ এভাবে চলছে। তর্পণের উপর চূর্ণীর নির্ভরতা দিন দিন বেড়েই চলেছে।
-----------------------
কলমে: বুলা বিশ্বাস
ফোন নাম্বার: 7980205916
মেল আইডি:
bulabiswas60@gmail.com

