নিরাপত্তা
নিরাপত্তা


রাগটা আর ধরে রাখতে পারছে না সোমা। প্রায় বেলা দশটা বেজে গেল। বেবি যে সাতটা থেকে দরজা বন্ধ করে কি করছে কে জানে। এত বেলা হয়ে গেল এরপর খাবার খেলে যে শরীর খারাপ করবে! সোমা তাই খাবার নিয়ে ঢুকেই পড়লো বেবির ঘরে। "এক্ষুনি খাবারটা খেয়ে নাও। বেবি তুমি কিন্তু একদম ঠিক সময়ে খাচ্ছ না! আমি চিন্তা করছি আর তুমি ফোন নিয়ে বসে আছো!". অপ্রস্তুত হয়ে পড়লেন ডঃ তৃষা ভট্টাচার্য্য । উনি সেই সকাল সাতটা থেকে অফিসের গুরুত্বপূর্ণ মিটিং করছিলেন ফোনে। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়লেন রাশভারী ম্যাডাম। কিন্তু "সন্তানের নিরাপত্তাই মায়েদের একমাত্র লক্ষ্য , সন্তান যত বড়ই হোক না জানো মায়ের কাছে সে বরাবরই ছোটই থাকে।ফোনে ভেসে ওঠা চোখগুলো বোধহয় এ কথাই বলছিল।