নিম্নচাপ
নিম্নচাপ
আকাশে নিম্নচাপের কালো মেঘ দেখে মনে হলো, এই বুঝি একটা ঢিল ছুড়ে মারলে, এক্ষুণি বোধ হয় মেঘের সব জল ওই ছিদ্র দিয়ে বেড়িয়ে আসবে।
ঠিক এমনই মনে হয় যখন জীবনের আকাশে দুঃসময়ের কালো মেঘ ঘনিয়ে আসে তখন।
মনে হয় এমনটা করলেই হয়তো কালো মেঘের ওই ছিদ্র দিয়ে তার ভেতরকার সমস্ত দুঃখ - কষ্ট এক নিমেষে বেড়িয়ে যাবে। সেটা আর অসময়ের জমা নিম্নচাপের মত টিপ্ টিপ্ করে দীর্ঘ স্থায়ী হবে না। অর্থাৎ সব দুঃখ- কষ্ট গুলো একেবারেই শেষ।
কিন্তু বাস্তবে দুটো করাই অসম্ভব। নাই আমরা কালো মেঘে ছিদ্র ঘটানো সম্ভব, নাই জীবনের সমস্ত দুঃখ কষ্ট একেবারে শেষ করা সম্ভব।
আর সত্যি বলতে কি হয়তো প্রতিবার এই কালো মেঘগুলোই আমাদের বেড়ে উঠতে সাহায্য করে।
নিম্নচাপ যত কালোই হোক, একদিন তার সব জল ঝড়ে পড়বেই। পৃথিবী আবার ধীরে ধীরে নতুন আলো, নতুন আকাশ, নতুন স্বপ্ন দেখতে শুরু করবে। আর অসময়ের নিম্নচাপের হওয়া বৃষ্টিতে সে নিজের ভুল গুলো শুধরে নেবে এবং চলার পথে এক নতুন শিক্ষা পাবে।
ঠিক যেমন আমরা আমাদের করা ভুলগুলো বা অসময়ে উপস্থাপিত কালো মেঘ কাটিয়ে ওঠার পর এক নতুন সকাল দেখতে পাই তেমনি।