নবজাতক(প্রম্পট ১৩)
নবজাতক(প্রম্পট ১৩)


রিয়া আর সুমনের জীবনে এলো নতুন অতিথি। ছিটেফোঁটা রিয়া আর অগোছালো সুমন। কি করে যে ছোট্ট বাচ্চাটার দায়িত্ব নেবে সবাই চিন্তা করছিল। কিছুদিন পালা করে ওদের মা বাবারা থাকলেন । কিন্তু বাড়ি ছেড়ে আর ক দিন এভাবে থাকবেন ওরা । তাই এখন ওদেরই সামলাতে হবে। চঞ্চল রিয়া ধীরে ধীরে শান্ত ও ধৈর্য্য ধরতে শিখে গেছে । আগোছালো সুমন রাতজেগে বাচ্চা সামলাচ্ছে আর ঘরের কাজে রিয়া ক সাহায্য করছে । ওরা দুজন সব দায়িত্ব ভাগ করে নিয়েছে। একে অপরকে সাহায্য করছে । একটা নতুন প্রাণ ওদের দুজনের জীবন সুন্দর করে তুলল।