STORYMIRROR

Sumalika Bhattacharya

Inspirational Others

3  

Sumalika Bhattacharya

Inspirational Others

মুক্তি(( প্রম্পট১৫)

মুক্তি(( প্রম্পট১৫)

1 min
180

ভোর পাঁচটায় যখন বাড়ির সবাই ঘুমিয়ে তখন নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে এলো রমা। বাড়ির পাশেই বাস স্ট্যান্ড। একটি বাস এ উঠে বসলো। বাসটি কিছুক্ষন পর চলতে শুরু করলো। প্রানভরে স্বাস নিলো রমা। তারপর একে একে ওর আরো চারজন বন্ধু উঠলো বাস এ। ওদের গন্তব্য পুরী। রমার মতো বাকি চার জন ও একই ভাবে বাড়ির কাউকে না জানিয়ে বেরিয়ে এসেছে। এরা পাঁচ বন্ধু স্কুলের সহপাঠিনী। বয়স ষাঠের কাছাকাছি। সবারই সুখের সংসার। কিন্তু কোথাও যেন একটা দুঃখ রয়ে গেছে তা বাড়ির কেউ খেয়াল রাখেনা। ওদের ও যে কখনো কিছু ইচ্ছা হয় তা ই ভুলে গেছিলো। সবার যত্ন নিতে গিয়ে নিজেরাই কোনোদিন মনের কগবার রাখেনি । তাই " আমাকে খুঁজো না । তিনদিন পর বাড়ি ফিরবো" চিরকুটে লিখে রেখে এসেছে বাড়িতে। বাঁধন খুলে ওরা মুক্তির স্বাদ নিতে চলল---------


Rate this content
Log in

Similar bengali story from Inspirational