মন খারাপ
মন খারাপ
প্রিয় বন্ধু আকাশ,
বেশ কয়েকদিন হল তুই আর আমাদের মধ্যে নেই। আমাদের আড্ডা, মজা, আনন্দতে নেই। আশা করি তুই ভালো আছিস। সামনেই বিশ্বকর্মা পুজো। ছিলাম পাঁচ, হলাম চার। শুধু তুই চাকরি বলে প্রতি বছরের মতো এবারও বনভোজনের আয়োজন করলাম। তুই তো তুই - ই। আনন্দ হয়তো করছি কিন্তু তোকে ভীষণভাবে মিস করছি। আমরা আজও বেকার থেকে গেলাম। তুই দ্যাখ, তুই যেমন ভালো পড়াশোনা করছিস তেমনি সব কিছুতেই একটা ভারসাম্য বজায় রাখতিস। আমাদের সঙ্গে আনন্দ করলেও, আড্ডা মারলেও পড়াশোনাতে কোন খামতি রাখতিস না। তারই ফল তুই পেয়েছিস। চাকরিটা খুব ভালো করে কর। আরও অনেক দূর এগিয়ে যা এই আশা রাখি। তোকে ছাড়া আনন্দ করতে একটুও ভালো লাগছে না। আমাদের সবারই মন খারাপ হচ্ছে । শুধু তোর কথাতেই চিঠির সঙ্গে আনন্দের মুহুর্তের ছবিগুলো পাঠাতে বললি বলে পাঠালাম। ভালো থাকিস। তোর ছুটির অপেক্ষায় থাকলাম। যাতে তুই আসলে আবার পাঁচজন মিলে প্রচুর প্রচুর আনন্দ- মজা করতে পারি। ভালো থাকিস রে।
ইতি
আমরা চার বন্ধু
