মেরা ভারত
মেরা ভারত


চারিদিকে লকডাউন ।সবাই গৃহবন্দি । ছোট্ট ঋষি খুব দুরন্ত , ছটপটে । একটু সময় স্থির থাকতে পারেনা। একটু দুষ্টুমি , হাসি , মজা , এগুলি ওর প্রিয় সখ। হঠাৎই বাইরের গেটে ঠক ঠক আওয়াজ ! লকডাউন ! কে আসবে! ঋষি ছুটে যায় । "এখনতো লকডাউন তুমি বাইরে বেরিয়েছ ঠাম্মা ?”
ঠাম্মা কোটরাগত চোখ তুলে বলে "পেট কি লকডাউন বোঝে বাবা !"
"তোমার আর কেউ নেই !"
"সব আছে কিন্তু কে খেতে দেবে !"
"কেন তোমার ছেলে! "
লকডাউন হওয়াতে কাজ নেই বাবা, ঘরে চাল ,ডাল নেই , তাইতো বেরিয়েছি । জোয়ান ছেলে ,ওরা কি করে ভিক্ষে করে বল!"
ঋষি সহজ গলায় বলে "আমি দেবো তুমি খাবে!"
ঠাম্মার মুখে ফোকলা হাসি ! ঋষি রান্নাঘরে ঢুকে তাড়াতাড়ি চাল ,আলু আর কিছু সবজি প্লাস্টিকে ভরে একছুটে সিঁড়ি দিয়ে নামতে থাকে।
আমি ছুটে ব্যালকনিতে আসি ।ছেলের কীর্তি দেখে আনন্দে মুখটা ঝলমল করে ওঠে !ঠাম্মা শীর্ণ হাত তুলে বিড়বিড় করে কত আশীর্বাদ করেন। যা দেখে আমার চোখ জলে ভরে ওঠে । কিন্তু এ জল দুঃখের নয়, আনন্দের ,গর্বের। এই ছোট্ট গন্ডির মধ্যেই তো সারা ভারতবর্ষ আঁকা । এটাই তো আমার ভারত ! ছেলে ও ঠাম্মা আমাকে দেখতে পেয়ে দুজনেই ফোকলা দাঁতে হাসে আমি স্যালুট করি , বলি “ দূর হ করোনা ,মেরা ভারত মহান ।"