মেঘপিওনের দেশে
মেঘপিওনের দেশে


৬ সেপ্টেম্বর, ২০১৮ - তিয়াসার অপলক দৃষ্টি নিউজ চ্যানেলে। ব্রেকিং নিউজ, "বিদায় নিল ৩৭৭, বৈধতা পেল সমপ্রেম।"
"আমরা ভুল ছিলাম না। সুন্দর মনকে ভালোবেসেছিলাম। অদিতি বেঁচে থাকলে কী আনন্দই না পেত!" অশ্রুধারায় ভেসে যাচ্ছে তিয়াসার দু'চোখ।
দমকা হাওয়ায় ভাঙল অদিতির দেওয়া ফুলদানিটা।
তিয়াসার মনের ক্যানভাসে তখন 'মেমোরিজ ইন মার্চ'। মনে পড়ছে ঋতুপর্ণ ঘোষের প্রতিটা কথা, "মুহূর্তগুলো দামী, জিনিসগুলো নয়।" মেঘপিওনও আজ মেঘের দেশে।
বাইরে অবেলার ধারাপাত। মেঘপিওনের ডাকবাক্স থেকে মানবিকতার বার্তা ধুইয়ে দিচ্ছে সমাজের সংকীর্ণ দৃষ্টিকোণ।