মান আর হুঁশ
মান আর হুঁশ
ঘেউ ঘেউ ,আরে ভয় পাবেন না বললাম গুড মর্নিং।আমরা যাই বলি না কেন আপনাদের কাছে সেটা ঘেউ হয়ে যায়,ভাবছি গুগল কাকু কে বলবো আমাদের জন্যেও একটা ট্রান্সলেটর বানাতে ,তবে বানিয়ে লাভ নেই,মানুষেরা তো মানুষদেরই বুঝতে পারে না আমাদের কি বুঝবে।
এবাড়ির সবাই আমাকে ভালোবাসে শুধু ওই বুড়ো দাদুটা ছাড়া,আমাকে দেখলেই লাঠি টা দিয়ে তাড়া করে।
আজ আমার মালিক এর বিবাহবার্ষিকী সকাল থেকেই তো খুব খুশি আমি আমাকে আজ বড়ো হাড্ডি দিয়েছে খেলা করতে।
সন্ধে হতেই করতে কর্তা গিন্নি সাজুগুজু করে বের হচ্ছে,কি বলে যেন ইংরাজিতে এনিভার্সেরী সেলেব্রেশন।
যাহঃ ওরা তো বেরিয়ে গেলো বুড়োটাকে খেতে দ
িলো না ? যাই গিয়ে দেখি কি করছে।
ওই দিদিমার ছবির দিকে তাকিয়ে কাঁদছে কেন ? কি সব বলছে ছেলেটাকে বড়ো করলাম মানুষ করতে পারলাম না। যাহ বাবা মানুষ বলেই তো মালিক আমার প্রভু।
বিটলে বুড়োটা কিছু খায় নি , যাই একটু।
রান্নাঘর থেকে বিস্কুট এর ডীপে তা পেড়ে গড়িয়ে নিয়ে এলম মাথা দিয়ে ঠেলে।দেখি সাবধানে বুড়োটার পায়ের কাছে একটু গা তা ঘষে দি
এই রে বুড়োটা নিচু হচ্ছে কেন,আবার মারবে নাকি।
একি কান্ড বুড়োটা মারলো তো না কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে হাসছে।
উফফ সত্যি থাকে গুগল কাকুকে বলতে হবে একটা মানুষ এর জন্য ট্রান্সলেটর বানাতে ,যাতে আমরা বুঝতে পারি ওদের একটু।