খাঁচা
খাঁচা


শাশুড়ির দৈনন্দিন গঞ্জনার পালা শুরু হতেই শ্রী বারান্দায় এসে দাঁড়ায়। আজকের সকালটা ভীষণ ছোটবেলাকে মনে করিয়ে দিচ্ছে শ্রীকে। বিয়ের পর থেকে সে বন্দি এই দুকামরার ফ্ল্যাট বাড়িতে, ইচ্ছে সুখের কথা ভাবতেই ভুলে গেছে। আজ সে খাঁচা খুলে উড়িয়ে দেয় পোষা চন্দনাকে। চোখ বুজে চারদেওয়ালের খাঁচায় থেকেই অনুভব করে মুক্তির স্বাদ।