MOUBONI CHATTERJEE

Abstract Others

3  

MOUBONI CHATTERJEE

Abstract Others

হটাৎ থমকে যাওয়ার গল্প

হটাৎ থমকে যাওয়ার গল্প

2 mins
127



ভিড় ঠেলতে ঠেলতে রিষা এগিয়ে আসছিলো অমিত এর দিকে. শ্যামবাজারে পাঁচ মাথা মোড়ে অস্বাভাবিক ভিড়ের মধ্যে অমিত অপেক্ষা করছিলো প্রায় ৩০ মিনিট ধরে রিষার জন্য | শরৎ এর ভ্যাপসা গরম তার উপর দূর্গাপূজার জন্য এতো ভিড়! দু-সপ্তাহ আগে অমিত ফিরেছে মুম্বাই থেকে,তারই মধ্যে প্রজেক্টএর কাজ সামলে রিষার সাথে দেখা করতে আসা | এরপরও মেয়েতা এতো লেট করছে | এই সময়টা কলকাতা খুব সুন্দর হয়ে ওঠে | চারিদিকে পুজোর আমেজ ,শরৎএর মেঘ,কাশফুলএর সৌন্দর্যে কলকাতা যেন ২১-২২ বছরের এক তরুণী হয়ে ওঠে,হাসির খিলখিল শব্ধে তরুণীর প্রাণোচ্ছলতার মতো কলকাতার রূপ দেখতে দেখতে অমিত বিবহর হয়ে যায় | 


"কিরে,ওঠ এবার!" মা-এর ধ্যাতানিতে অমিতের ঘুম ভেঙে গেলো| "উফফ! কি হয়েছে, এতো সকাল সকাল ডাকছো কেন!" ঘুমন্ত গলায় অমিত মাকে বললো| ১২টার পর থেকে lock down হয়ে যাবে আবার| যা গিয়ে বাজার করে আয়ে! "হা! স্বপ্ন দেখছিলাম!!" অমিত নিজের মনে বিড়বিড় করে উঠলো| প্রায়ে ৩মাস হতে চললো lock down এর| মার্চ-এর শেষের দিক থেকে অমিত ফিরে এসেছে কলকাতাএ | ওয়ার্ক-ফ্রম-হোম এর প্রেসারটুকু ম্যানেজ করে নেবাই যায়| কিন্তু তিলতামা নগরীর প্রাণোচ্ছলয়টা lock down-এ কেমন ফিকে হয়ে গেছে| এবারের নববর্ষে সঙ্গে অমিতএর দেখা করা হয়ে ওঠেনি| ঘরের মধ্যে থেকে সবার সঙ্গে লড়াই এখন একটা অতিক্ষুদ্র ভাইরাস-এর সঙ্গে| এক অদৃশ্য শত্রূর সাথে লড়াইতা কেমন যেন প্রমান করে দেয় এখনো মানুষ কততা নিঃসম্বল!


অমিত ফ্রেশ হয়ে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে গেলো| রাস্তার ধারে পলাশফুল ছড়ানো|, কিন্তু কোনো মানুষ নেই| এতো ফাঁকা চারদিকতা কেমন যেন হুহু করে উঠলো মনের ভিতর| রিষার হাত ধরে কলকাতার ভিড় ঠেলে হাঁটার মজা আজ অমিত বুঝতে পারছে| বাজারের মধ্যে পাঁচপাঁচানী গরমে লোকের ঠেলাঠেলিতে হারিয়ে যাবার মজাটাও এই লোকডাউন ডাউন হয়ে গেছে! মানুষের সাথে মিশে থাকার আনন্দ তা, দূর্গাপূজার লাইনএ দাঁড়িয়ে ঠাকুর দেখার স্মৃতি, বাটি হাতে ফাউ ফুচ্কা নিয়ে ঝগড়া করা, কলকাতার ময়দানএ রিষার কোলে শুয়ে খুনসুটি করার মজাগুলো যে আসলে কত দামি ছিল লোকডাউন না আসলে বুঝতে পারতো না অমিত|


"ও, দাদা ! সাদা দাগএ দাঁড়ান!, এগোবেন না|" জানেননা সোশ্যাল-ডিস্টেন্সিঙ!! দোকানএর লোকএর চিল্লানিতে হুশ ফিরলো অমিতের | আকাশের দিকএ তাকালো, আজ আর মেঘ গুলো খেলছেনা| মেঘ গুলো হয়তো জানেনা পৃথিবীর এই গোপন অসুখ কবে সারবে| 


Rate this content
Log in

Similar bengali story from Abstract