হৃদয়অঙ্গম সহজ নয়
হৃদয়অঙ্গম সহজ নয়


প্রকৃতির কি রূপ, কি সৌন্দর্য কি স্নিগ্ধতা ,,
মানুষকে মুগ্ধ করার ক্ষমতা সে নিজের মধ্যে ধারন করে রাখে ।
সেই সৃষ্টির সূচনাকাল থেকে প্রকৃতি মানুষকে শুধু ভাসিয়ে এসেছে তার বানভাসির প্রবণতায় ।
সে চন্দ্রের স্নিগ্ধতায় মানুষকে ভাসিয়ে এসেছে, প্রবল তুষারপাতে ভাসিয়ে এসেছে প্রবল প্রেমে ভাসিয়েছে ।
আবার প্রবল বেদনাতেও ভাসিয়েছে, বন্যার জলে প্লাবিত করেছে এই প্রকৃতি।
তার মধ্যে রয়েছে প্রবল উন্মত্ততা, ক্ষিপ্ততা, কিন্তু আবার সে সৃষ্টিকে পালন করে। প্রকৃতি একদিকে গড়ে আবার একদিকে ভাঙে, তার এই খেলা অনন্তকালের ।
সে একদিকে করুণাময়ী আবার একদিকে অকরুণ ।
তাই তাকে হৃদয়ঙ্গম করা সহজ নয় ।