Arpita Pramanick

Romance Classics

4  

Arpita Pramanick

Romance Classics

হৃদয়ঙ্গম

হৃদয়ঙ্গম

1 min
314


হৃদয়ঙ্গম

#কলমে_অর্পিতা_ইমি


সমস্ত পাতা ঝরে গেছে যে বৃক্ষের, তার নিচে দাঁড়িয়ে মনে মনে নবপল্লবের অপেক্ষা ছাড়া কিছুই আশা করা যায় না। 

প্রখর রৌদ্রতপ্ত দুপুরে নিস্তেজ হয়ে পরা পলাশ, নিজের অস্তিত্ব ধরে রাখার জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যায়। চাঁপার সাথে পলাশের অগোচরেই বড্ড মাখামাখি। পলাশ জানে, চাঁপার ওই শ্বেত শুভ্র রূপের কাছে টকটকে রাঙা পলাশ খুব বেমানান; এত রঙিন পলাশ কোনো সাদামাটা চাঁপার সাথে কোনো বন্ধনে বাঁধা পড়তে পারে না! তবুও বার বার চেষ্টা করেও পলাশ, চাঁপার ওই মোহময়ী সুগন্ধের কাছে হার মেনে যায়। চাঁপা চিরকাল এক আলাদা ছন্দে রচিত। তার রঙের বাহার নেই, সুমিষ্ট গন্ধের মায়ার ছুটে আসে অগুন্তি ভ্রমের দল। কিন্তু পলাশ চোখ বন্ধ করে যে ঘ্রাণে আমোদিত হয়, দৃষ্টি পল্লব উন্মোচিত হলেই সাদামাটা শুভ্রতার দিক থেকে বিচ্ছেদের বাঁশি শুনতে পায়। 

সম্পর্কের আহ্বান ও বিচ্ছেদের দোলাচলে চিরকাল একে অপরের আলিঙ্গন থেকে নিস্পৃহ রয়ে যায়। পলাশ নিজের রঙ, সৌন্দর্য্য নিয়ে ছুটে চলে দূরে, আরও দূরে, মহা সৌন্দর্য্যের অধিকারিণী কে খুঁজে পাওয়ার অভিপ্রায়ে... চাঁপা নিরাসক্ত ভাবে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মন দেয় গৃহকর্মে।


Rate this content
Log in

Similar bengali story from Romance