অ্যাচিভমেন্ট
অ্যাচিভমেন্ট
1 min
92
"মা, আমি পেরেছি, জানো উড়েছে!" বছর নয়ের তোজো ঘর্মার্তক, রক্তাভ মুুুখে ছুটে এসে মাকে খুবই উৎসাহের সাথে কথা গুলো বললো। ছোট থেকেই ওর ঘুড়ি ওড়ানোর সখ, কিন্তু কেউ সাহায্য করেনি, বাবা - মা নিজের কাজে ব্যস্ত। একারণে অভিমানে অনেক সময় অশ্রুসজল হয়েছে তোজো। পনেরোই আগস্ট সমবয়সী ছেলেদের সাথে অনেক চেষ্টা করেছে, কিন্তু সফলতা আসেনি, রাগে দুঃখে ঘুড়ি ভেঙে ফেলেছে, মায়ের কাছে কেঁদে আবার ঘুড়ি কেনার টাকা চেয়েছে। সেই তোজো তার নিজচেষ্টায় আজ সফল, উৎফুল্লতা তার চোখে মুখে স্পষ্ট, এটাই অ্যাচিভমেন্ট।
