একুশে
একুশে


-থামো না!! এত চিল্লামিল্লি করছো ক্যানো!!রোজ রোজ তোমার এই চিল্লামিল্লির জ্বালায় ইস্কুলে পৌঁছাতে late হয়।
-এত বোকো না তো। college যাবো।college যাবার আগে বকবক, বকবক!
-মা, don’t shout! Please don’t shout!
-তোমার ঐ খ্যারখ্যারে গলাটা শুনতে ভালো লাগে না। উফফ! চেঁচিয়েই চলেছ।
-----------------------------
আট মাস হতে চলল এখন রতন জাপানে থাকে। অফিস থেকে রাত দশটায় ক্লান্ত হয়ে ফিরে মাকে whatsapp call করলো ও।
-মা, ও মা। দেড়টার সময়ও জেগে আছো! রাত্রেবেলা তোমার গলা টা না শুনলে একটুও ভালো লাগে না জানো!! দিনের শেষে সব ক্লান্তি জুড়িয়ে যায় তোমার এই গলার স্বরে।
-------------------------------
ভালো থাকুক মায়ের ভাষা। ভালো থাকুক মাতৃভাষা।