এবং মাধুবী
এবং মাধুবী


আমার প্রেমিকাকে আমার নিজের লেখা কবিতার মতন লাগে।
হোক অগোছালো কিংবা কিছুটা ছন্দহীন।
তবুও তো বারবার পড়তে ইচ্ছে হয়।
খুটিনাটি ভুল ধরতে ইচ্ছে হয়।
গভীর মমতায় লাইনে লাইনে তর্জমা করার শখ জাগে।
আমার প্রেমিকাকে বৃষ্টির মতন লাগে।
শখ হয় আমি আকাশের দিকে মুখ তুলে তাকাই,
সে টুপ করে চোখের উপর পড়ুক।
কি স্নিগ্ধ! কি শীতল!
আমার প্রেমিকাকে সমুদ্রের মতন লাগে।
গভীর মনোযোগ দিলে
বুকের উপর আছড়ে পড়ে উত্তাল ঢেউয়ের ঝাপটা।
আমি একটু একটু করে ভাংতে থাকি।
ভাংতে ভাংতে ক্ষয়ে যাই গোপনে।