এভাবেই আমাদের গল্প শুরু হোক
এভাবেই আমাদের গল্প শুরু হোক
একটি মেয়ে অনেকক্ষণ থেকে গার্ডেনে দাঁড়িয়ে আছে,,,, মেয়েটা এবার বিরক্তিকর স্বর নিয়ে বলল,,,,,,
মেয়েটা-"দুর,,,, কোথায় যে গেলো,,,,"
বলে মেয়েটা কাউকে ফোন করল কিন্তু ধরল না,,,,, মেয়েটা রেগে বলল,,,,,
মেয়েটা-"আমি আর দাঁড়াবো না,,,,,, বরং আমি চলে যাই,,,,"
বলে মেয়েটা চলে যাচ্ছিল কিন্তু কেউ একজন এসে ওর হাতটা চট করে ধরে নিলো,,,,, মেয়েটা দেখল একটা ছেলে ওর হাতটা ধরেছে,,,,,, এটা দেখে মেয়েটা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল,,,,,,
মেয়েটা-"কোথায় ছিলেন এতক্ষণ অভিরূপবাবু!!!"
মেয়েটার কথা শুনে ছেলেটা অর্থাৎ অভিরূপ নিজের মাথা চুলকাতে চুলকাতে বলল,,,,,
অভিরূপ-"আ,,,আ,,,,স,,স,,,,স,,,লে,,,,,"
মেয়েটা অর্থাৎ নিশা-"থাক তোমাকে আর কিছু বলতে হবে না,,,, আমি চললাম,,,,"
অভিরূপ-"কোথায় যাচ্ছো!! একটা জরুরি কথা আছে,,,"
নিশা-"কি কথা!!"
অভিরূপ-"কিছু না,,,, এমনি,,,,"
নিশা-"ও এটা বলার জন্য আমাকে ডেকেছো!! বাহ্!! খুব ভালো,,,"
অভিরূপ-"তুমি আগে চোখ বন্ধ করো,,,,"
নিশা-"কেন!!"
অভিরূপ-"প্লিজ করো না,,,,"
নিশা-"ঠিক আছে করছি,,,,"
বলে নিশা নিজের চোখ করল,,,,, তখনই অভিরূপ নিশার চোখে কাপড় বেঁধে দিল,,,, নিশা বলল,,,,,
নিশা-"একি!!! তুমি আমাকে চোখ বাঁধছো কেন!!"
অভিরূপ-"একদম চুপ,,,,, আমার সাথে চলো,,,,"
বলে অভিরূপ নিশাকে নিয়ে সমানের দিকে এগিয়ে গেলো,,,,, অভিরূপ এবার নিশার চোখ থেকে কাপড়টা খুলে বলল,,,,,
অভিরূপ-"চোখ খুলে দেখো!!"
অভিরূপের কথা শুনে নিশা চোখ খুলে অবাক হয়ে চারদিক তাকিয়ে রইল,,,,,,,
নিশা-"তোমার মনে ছিল আজ ভ্যালেন্টাইন্স ডে,,,, অভি,,,, অভি,,,,"
অভিরূপ-"এই তো এখানে!!"
অভিরূপের আওয়াজ শুনে নিশা নীচের দিকে তাকিয়ে দেখে অভিরূপ হাঁটু গেড়ে বসে আছে আর ওর হাতে গোলাপ ফুল,,,,, নিশা কিছু বলতে যাবে তার আগেই অভিরূপ বলল,,,,,
অভিরূপ-"হে হে অবাক হচ্ছো বুঝি!!! তুমি কি ভাবলে যে আমি আজকের দিনটা ভুলে গেছি,,,, আমি কিছু ভুলিনি,,,, আমার সব মনে আছে,,,,আগের বছর এই ভ্যালেন্টাইন্স ডে তেই আমি নিজের মনের কথা বলেছিলাম তোমাকে,,,,, আমি আবারও বলছি আই লাভ ইউ সো মাচ,,,,,"
নিশা-"আই লাভ ইউ টু,,,,,"
বলে নিশা অভিরূপকে জড়িয়ে ধরল,,,,,,
নিশা-"[মজার ছলে] তুমি আমাকে অনেক ছেলেও প্রোপাজ করেছিলো,,,,,"
অভিরূপ-"কিহ্!!! কে সে!!! তার নাম কি!!! আমি ওকে ছাড়বো না,,,,"
নিশা-"না না আমি তো মজা করছিলাম,,,,, সরি!!"
বলে নিশা হো হো করে হেসে উঠল,,,,, অভিরূপ নিশার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল,,,,,,
অভিরূপ-"আমাকেও সুন্দর সুন্দর মেয়ে প্রোপাজ করছে আমি তো দুজনকে হ্যাঁ বলে দিয়েছি,,,, তুমি মিলে তিনজন,,,,,"
অভিরূপের কথা শুনে নিশা রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল,,,,, নিশা কিছু না বলে ওখান থেকে চলে যাচ্ছিল,,,,,, অভিরূপ দৌড়ে নিশার হাতটা ধরে ফেলল আর বলল,,,,,,,
অভিরূপ-"একি!!! কোথায় যাচ্ছো তুমি!!!"
নিশা-"[নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে] প্লিজ আমার হাতটা ছাড়ো,,,,,, আমার ভালো লাগছে না,,,,"
অভিরূপ-"রানী,,,,, আমি তো মজা করছিলাম,,,,,"
অভিরূপের কথা শুনে নিশা কিছু বলল না বরং ওর থেকে মুখ ফিরিয়ে নিলো,,,,, অভিরূপ এবার নিশার সমানে হাঁটু গেড়ে বসে পড়ল আর নিজের কানটা ধরে বলল,,,,,,
অভিরূপ-"[কান্না ভেজা গলায়] রানী,,,,, সরি,,,, আমি মজা করছিলাম সত্যি!!!"
অভিরূপের কান্না ভেজা মুখ দেখে নিশা হা হা করে হেসে উঠল,,,,, নিশাকে হাসতে দেখে অভিরূপ অবাক হয়ে যায়,,,,,,
নিশা-"আমিও মজা করছিলাম,,,,, তুমি যখন করতে পারো তখন আমিও পারি,,,,"
অভিরূপ-"ওও আমি জানতাম তুমি আমার ওপর কখনোই রাগ করতে পারো না,,,,"
নিশা-"ও তাই!! তুমি জানতে,,,??"
অভিরূপ-"হ্যাঁ,,,মানে হ্যাঁ,,,,"
নিশা-"তো আমি এখন আসি,,,,"
অভিরূপ-"কোথায় যাবে!!! আজ ভ্যালেন্টাইন্স ডে,,,,, আজ কাপলদের দিন,,,,"
বলে অভিরূপ নিশাকে নিজের কাছে টেনে নিল,,,, নিশা কিছু বোঝার আগেই অভিরূপ ওর ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো,,,,, এতে নিশা বেশ অবাক হয়ে গেলো,,,,, কিছুক্ষণ পর অভিরূপ নিশাকে ছেড়ে দিল,,,, নিশা এখনোও হা হয়ে গেছে,,,, একটু আগে কি হল তার সাথে,,,, নিশা এবার একটু লজ্জা পেলো,,,,, লজ্জায় ওর দুটো গাল লাল হয়ে গেলো,,,,, অভিরূপ নিশার হাত দুটো ধরে বলল,,,,,,
অভিরূপ-"রানী,,,,, আই লাভ ইউ সো মাচ,,,,,, খুব ভালোবাসি তোমাকে,,,,,"
নিশা-"আমিও তোমাকে ভালোবাসি,,,,, খুবইইইইই ভালোবাসি,,,,, আজ থেকে এভাবেই আমাদের গল্প শুরু হোক তবে,,,, আজীবন আমরা একসাথে থাকবো,,,,, কেউ আসবে না আমাদের মাঝে,,,,"
কথাটা বলে নিশা অভিরূপকে শক্ত করে জড়িয়ে ধরল,,,,, অভিরূপও নিশাকে জড়িয়ে ধরল,,,,,
- ❤সমাপ্ত❤

