STORYMIRROR

💙 𝐍𝐢𝐬𝐡𝐚 💙

Romance Others

4  

💙 𝐍𝐢𝐬𝐡𝐚 💙

Romance Others

বৃষ্টি ভেজা রোমান্টিক রাত😍🌧

বৃষ্টি ভেজা রোমান্টিক রাত😍🌧

2 mins
682

শ্রাবণ মাস চলছে। আকাশে ঘন কালো মেঘ জমেছে। মনে হচ্ছে কিছুক্ষণ পরই বৃষ্টি নামবে। রাতের বেলায় কলকাতা একদম নিস্তব্ধ। কোনো আওয়াজ নেই। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেলো। নিশা তখন নিজের ঘরে বসে নেলপালিশ লাগছে আর নীল বিছানার ওপর পায়ের ওপর পা তুলে ফোন দেখছে আর হাসছে। এমন সময় লোডসেটিং হয়ে গেলো। নিশা বিরক্ত হয়ে বলল,,,,,


নিশা:- ব্যাস সব শেষ একটু শান্তিতে ভাবলাম নেলপালিশ লাগাবো কিন্তু


নীল:- ঠিক হয়েছে


নিশা:- তুই চুপ কর


নীল:- না করবো না ঠিকই হয়েছে হি হি। নীলের কথা শুনে নিশা কিছুই বলল না। সোজা নীচে যাচ্ছিল হঠাৎ নীল ওর হাতটা ধরে নিলো। নিশা ভ্রঁ কুঁচকে বলল,,,,,,,


নিশা:- কী হয়েছে??


নীল:- কোথায় যাচ্ছিস??


নিশা:- কেন?? নীচে


নীল:- কী করতে??


নিশা:- আরে মোমবাতি আনতে


নীল:- কেন রুমে নেই??


নিশা:- দেখিনি 


নীল:- তা,,,,তা,,,,তাহলে দেখ যদি পাস


নিশা:- আচ্ছা দেখছি। বলে নিশা খুঁজতে শুরু করল। আচমকা কোথা থেকে ভূতের গান বেজে উঠল। সেটা শুনে নীল চিৎকার করে বলল,,,,,,


নীল:- নিশুউউউউউউ ভুত,,,,,,বাঁচাওওওওওওওও ভুতউউউউউউউউউ বাঁচাওওওওওওও মাগোওওওওওও ভুত 


নিশা:- চুপ,,,,,,একদম চুপ কোনো ভূত টূত নেই আমি ভুলে করে ভূতের গান চালিয়ে দিয়েছিলাম


নীল:- ওও তাই বল


নিশা:- কেন ভয় পেলি নাকি??


নীল:- না তো আমি কেন ভয় পাবো এই নীল চক্রবর্তী কখনো কাউকেই ভয় পাই না আর পাবেও না


নিশা:- বাহ্ খুব খুব ভালো। বলে নিশা চলে যাচ্ছিল। নীল বলল,,,,,,


নীল:- আবার কোথায় যাচ্ছিস??


নিশা:- ড্রেসিং টেবিলে


নীল:- পরে গেলে হবে না??


নিশা:- কেন?? এখন গেলে কী হইবে??


নীল:- কিছু না বলছি যে আমি যাবো


নিশা:- কোথায়??


নীল:- তোমার সাথে ড্রেসিং টেবিল পর্যন্ত যাবো


নিশা:- তুই গিয়ে কী করবি??


নীল:- তোকে অত সব জানতে হবে না


নিশা:- ভীতু কোথাকার চল। বলে নিশা চলে গেলো ড্রেসিং টেবিলে। নীল ও ওর পিছু পিছু গেলো। নিশা ওখানে পৌছে নেলপালিশ রাখলো হঠাৎ ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে তাড়াতাড়ি নিজের গালে পাউডার মেখে নিলো। তারপর নীলের সমানে এসে চিৎকার করে বলল,,,,,,,,,


নিশা:- নীলইইইইইইইইই


নীল:- কে?? ও মা গো বাঁচাওওওওওওওও ভুতউউউউউউউউউউ বাঁচাওওওওওওওও


নিশা:- চুপ,,,,,,,,,,,,, আমার কান একেবারে ঝালাপালা হয়ে গেলো


নীল:- মানে??


নিশা:- আরে আমি ভুত নোই


নীল:- তাহলে কে??


নিশা:- তোর বৌ রে নিশুরানী 


নীল:- তাহলে ভুত


নিশা:- আমিই ভুত সেজে ছিলাম আর তোকে ভয় দেখাচ্ছিলাম মানে মজা করছিলাম


নীল:- কীইইই!!!


নিশা:- হ্যাঁ রে


নীল:- এবার তো আমিও মজা করি


নিশা:- মা,,,,মানে??। নিশার কথা শুনে নীল ওকে পিছন থেকে জড়িয়ে ধরল। নীল বলল,,,,,,


নীল:- একটু রোমান্স করি হি হি


নিশা:- না নীল এইরকম করো না


নীল:- হি হি। বলে নীল নিশাকে কোলে তুলে ওকে বিছানায় শুয়েই দিলো। আর কী বলবো?? আমিই লজ্জা পাচ্ছি।


সমাপ্তি😊



 


Rate this content
Log in

Similar bengali story from Romance