ছেলে পড়বে শাড়ি
ছেলে পড়বে শাড়ি
সুজন:- বনু,,,,এই বনু,,,,,কোথায় গেলি??
নিশা:- এই তো এখানে বল কী বলবি??
সুজন:- বলছি যে তোর একটা শাড়ি হবে??
নিশা:- হম হবে
সুজন:- তাহলে আজকের জন্য একটু দে না
নিশা:- কেন?? তুই নিয়ে কী করবি??
সুজন:- পড়বো
নিশা:- হা হা হা হা হা হা হা হা,,,,,,,,,
সুজন:- এতে হাসার কী হলো??
নিশা:- হাসবো না তো কী করবো কাঁদবো??
সুজন:- কিছু করতে হবে না তুই আগে আমাকে শাড়ি দে পড়বো
নিশা:- তুই কেন শাড়ি পড়বি?? তুই তো ছেলে আর ছেলে হয়ে কি শাড়ি পড়ে?? তাহলে তো আমাকে পাঞ্জাবি ধুতি পড়তে হবে
সুজন:- না রে সেইরকম কিছু না
নিশা:- তাহলে কী??
সুজন:- আসলে আজকে আমার মেয়ে সাজতে ভীষণ ইচ্ছে করছে তাই
নিশা:- হা হা হা হা হা হা হা,,,,,,,,
