হৃদ মাঝারে💙💙
হৃদ মাঝারে💙💙
মেয়েটা:- নীল কোথায় তুমি??। বলতে বলতে একটা মেয়ে বাগানে ছুটে এলো। মেয়েটা আবার চিৎকার করে বলল,,,,,,,,,
মেয়েটা:- নীল তুমি কী আমার ওপর রাগ করে আছো??"।
ছেলেটা:- না নিশুরানী আমি তোমার ওপর রাগ করে নেই। হঠাৎ কারোর শব্দ শুনে মেয়েটা পিছন ফিরে দেখল নীল হাসি মুখে দাঁড়িয়ে আছে। নীলকে দেখে নিশা ছুটে ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। নিশাকে কাঁদতে দেখে নীল ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল,,,,,,,
নীল:- কী হয়েছে আমার নিশুরানীর?? কেউ কী কিছু বলেছিলে তোমায়?"। নীলের কথা শুনে নিশা কিছুই বলল না শুধু কাঁদতে লাগল। নীল এবার নিশার চোখের জল মুছে ফেলল তারপর মিষ্টি গলায় বলল,,,,,,,
নীল:- নিশু,,,,,,কান্না বন্ধ করো আমার কিন্তু ভালো লাগছে না তোমায় এইভাবে কাঁদতে দেখে বলো না কী হয়েছে??
নিশা:- কা,,,,,,কা,,,,কাকু
নীল:- কাকু কী বলেছে??
নিশা:- তোমার বিয়ে ঠিক করেছে আমি এইমাত্র শুনে এলাম
নীল:- ও এই ব্যাপার এতে কান্নার কী আছে??
নিশা:- মানেইইইই!!!
নীল:- ভালোই তো আমার বিয়ে ঠিক হয়েছে
নিশা:- কী বলছো তুমি?? তোমার কী মাথা খারাপ হয়ে গেছে?
নীল:- না মাথা খারাপ হয়নি
নিশা:- তাহলে কী বলছো?? তুমি তো জানো আমি তোমাকে ভীষণ ভালোবাসি
নীল:- হম জানি
নিশা:- তাহলে?
নীল:- কী তাহলে আমি বরং যাই। বলে নীল দ্রুত পায়ে চলে গেলো। নিশা ওখানেই দাঁড়িয়ে রইল। কিছু করতে পারলো না। নিশা এবার ছুটে বাড়ি চলে গেলো। বাড়ি গিয়ে নিশা দেখলো হলরুমে সবাই বসে আছে এমনকী নীল তার মা বাবা আছে আরো অনেকে। নিশাকে দেখে নীলের মা বললেন,,,,,,
নীলের মা:- আরে ওই দেখো আমার বৌমা চলে এসেছে। নীলের মায়ের কথা শুনে নিশা বলল,,,,,
নিশা:- হাই আন্টি কেমন আছো??। নিশার কথা শুনে নীলের মা বলল,,,,,,,
নীলের মা:- আমি ভালো আছি তুমি কেমন আছো??
নিশা:- আমিও ভালো কিন্তু এইসব কী??
নীলের মা:- কেন তুই জানিস না??
নিশা:- না
নীলের মা:- আরে তোর আর নীলের বিয়ে তো। নীলের মায়ের কথা শুনে নিশা যেন অবাক হয়ে গেলো সাথে সাথে খুশিও হয়ে গেলো। নিশা বলল,,,,,
নিশা:- সত্যি??
নীলের মা:- হ্যাঁ রে সত্যি সত্যি সত্যি নীল তুই একটু ওকে ঘুরিয়ে নিয়ে আয় তো। মায়ের কথা শুনে নীল মাথা নাড়ল। নীল বলল,,,,,
নীল:- আসো
নিশা:- কেন?। নিশার কথা শুনে নীল রেগে বলল,,,,,,
নীল:- আসতে বলছি তো। নীলের রাগ দেখে নিশা বলল,,,,,,
নিশা:- হ্যাঁ চলো। বলে নিশা নীলের সাথে বাগানে চলে গেলো। বাগানে যেতেই নিশা বলল,,,,,,,
নিশা:- কী বলেছিলে তুমি?? যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে
নীল:- হ্যাঁ ঠিকই বলেছিলাম তো
নিশা:- কিন্তু তুমি এটা বলো নি যে তোমার সাথে আমার বিয়ে হবে বলেছিলে কী??
নীল:- সরি আসলে তোমায় সারপ্রাইজ দেবো বলে করেছিলাম যাতে তোমার ভালো লাগে কেমন লাগলো??
নিশা:- খুব দুঃখ লেগেছে আমার
নীল:- কেন??
নিশা:- কারণ তুমি আমাকে সারপ্রাইজ দিয়েছো বলে
নীল:- আচ্ছা বাবা সরি আর এইরকম হবে না
নিশা:- নো
নীল:- সরি
নিশা:- হুঁ!!!! আমি তোমার সাথে আড়ি করলাম। বলে নিশা চলে গেলো বাড়ির ভিতরে। নীল ও ওর পিছন পিছন চলে গেলো। নিশা রুমে এসে বিছানায় বসে পড়ল আর রাগে গজগজ করতে করতে বলল,,,,,,,,,
নিশা:- নীলটা খুব দুষ্টু আমাকে সবসময় উল্টো পাল্টা সারপ্রাইজ দেই আমি ওর সাথে আর কথাই বলবো না
নীল:- নিশু,,,,,,,,,,,। হঠাৎ নীলের আওয়াজ শুনে নিশা পিছন ঘুরে দেখল নীল দাঁড়িয়ে আছে। নীলকে দেখে নিশা ভ্রঁ কুঁচকে বলল,,,,,,,
নিশা:- তুমি এখানে কী করছো??
নীল:- সরি
নিশা:- বলছি তো আমি তোমার সাথে কথা বলব না না না না না না
নীল:- সরি নিশু আমি প্রমিস করছি আর এণন হবে না। নীলের কথা শুনে নিশা মুখ ঘুরিয়ে নিলো। নীল এবার কান ধরে নিশার সমানে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল,,,,,,,,
নীল:- সরি প্লিজ আমার কথা বলো না প্লিড না বললে আমি কিন্তু কেঁদে দেবো এবার। নীলের কথা শুনে নিশা বলল,,,,,,,
নিশা:- সত্যিই আর করবে না??
নীল:- প্রমিস রাধাকৃষ্ণের দিব্যি দিয়ে বলছিল
নিশা:- okk সোনা আমি তোমাকে ক্ষমা করে দিলাম
নীল:- আচ্ছা তুমি এত রেগে গেলে কেন?
নিশা:- রাগ করবো না তো কী করবো?? তোমার সাথে যদি অন্য কারোর বিয়ে হয় তাহলে কী আমি ভালো থাকতে পারি কখনো না
নীল:- ও আচ্ছা তাই নাকী??। নীলের কথা শুনে নিশা ওকে জড়িয়ে ধরে বলল,,,,,,,
নিশা:- হম গো আমি তোমার সাথে কাউকেই খুব রাগ হয় তাই প্লিজ তুমি আমাকে এইরকম কোনো সারপ্রাইজ দিও না যেটা আমার খুব কষ্ট হয়। বলে নিশা কাঁদতে লাগলো। নিশাকে কাঁদতে নীল বলল,,,
নীল:- আচ্ছা বাবা আর করবো না তুমি প্লিজ কেঁদো না
নিশা:- হম
নীল:- আই লাভ ইউ
নিশা:- শুধু আই লাভ ইউ বললে হবে না তুমি আরো একটা প্রমিস করো
নীল:- কী প্রমিস করবো??
নিশা:- তুমি প্রমিস করো তোমার হৃদয়ে আমার বদলে আর কাউকে স্থান দেবে না
নীল:- না আমার এই হৃদয়ে তুমি ছাড়া আর কাউকে স্থান দেবো না কারণ আমি তো তোমারই
নিশা:- হম গো
নীল:- আরো একটা সারপ্রাইজ আছে
নিশা:- কী?
নীল:- চলো না তুমি আগে চোখ বন্ধ করো
নিশা:- কেন?
নীল:- বলছি তো চোখ বন্ধ করো। নীলের কথা শুনে নিশা চোখ বন্ধ করলো। নীল নিশাকে নিয়ে বাগানে চলে গেলো। বাগানে পৌছে নীল বলল,,,,,,,
নীল:- আমরা এসে গেছি চোখ খুলতে পারো 1 2 3 খোলো। নীলের কথা শুনে নিশা চোখ খুলে যা দেখল তাতে সে অবাক হয়ে গেলো। নিশা দেখল একটা সুন্দর দোলনা ফুল দিয়ে সাজানো। নিশা আনন্দে লাফিয়ে উঠল আর বলল,,,,,,
নিশা:- Wow!! কী সুন্দর লাগছে এটা কি আমার জন্য??
নীল:- হ্যাঁ গো আমার নিশুরানীর ছাড়া আর কার হবে??
নিশা:- আমি জানি তো চলো না উঠি??
নীল:- অবশ্যই নিশুরানী। বলে নীল নিশার সমানে মাথা নত করলো। নিশা আর নীল ওই দোলনায় চাপলো। নিশা বলল,,,,,,,
নিশা:- কী সুন্দর লাগছে দোলনায় ঝুলে
নীল:- হ্যাঁ গো নিশু একটা কথা বলি??
নিশা:- হ্যাঁ বলো
নীল:- আই লাভ ইউ আমি তোমায় খুব খুব ভালোবাসি আর সারা জীবন ভালোবাসি
নিশা:- আমিও তোমায় জন্ম জন্মান্তরে ভালোবাসি আর বাসবো এই হৃদ মাঝারে শুধু তুমি। বলে নিশা নীলকে জড়িয়ে ধরল। নীল ও ওকে জড়িয়ে ধরল।
💙শুভ সমাপ্তি💙

