STORYMIRROR

💙 𝐍𝐢𝐬𝐡𝐚 💙

Romance Fantasy Others

4  

💙 𝐍𝐢𝐬𝐡𝐚 💙

Romance Fantasy Others

তোমায় বড্ড ভালোবাসি প্রিয়💖

তোমায় বড্ড ভালোবাসি প্রিয়💖

3 mins
603

--"জান,,,,,"।(নীল রোমান্টিক সুরে বলল)

--"হম বলো"।(নিশা)

--"কী দেখছো??"।(নীল)

--"সূর্যাস্ত"।(নিশা)

--"আচ্ছা আমরা কী এখানে ঘুরতে এসেছি??"।(নীল)

--"হ্যাঁ"।(নিশা)

--"আরে আমরা হানিমুন এসেছি তো তাহলে একটু রোমান্টিক রোমান্টিক কথা বলি"।(নীল)

--"তাই বুঝি??"।(নিশা)

--"হ্যাঁ জান,,,"।(বলে নীল নিশাকে নিজের কাছে টেনে নিলো)

--"এটা হবে??"।(নীল)

--"না,,,,"।(নিশা)

--"প্লিজ,,,"।(নীল)

--"আচ্ছা আগে চোখ বন্ধ করো"।(নিশা)

নিশার কথা শুনে নীল চোখ বন্ধ করল। নিশা সেই সুযোগেই সে পালিয়ে গেলো। নীল টের ও পেরোলে না। কিছুক্ষণ পর কোনো আওয়াজ আসছে না দেখে নীল চোখ খুলে দেখল নিশা নেই। নীল বুঝতে পারলো নিশা ওকে বোকা বানিয়েছে। মনে মনে ঠিক করলো ও এর বদল নেবে। নীল তাড়াতাড়ি করে নিশাকে খুঁজতে লাগল কিন্তু পেলো না। হঠাৎ নীল দেখল নীচে একটা কানের দুল পড়ে আছে। নীল ঝটপট দুলটা তুলে দেখল এটা তো নিশার দুল কিন্তু এটা এলো কী করে। হঠাৎ নীলের চোখ পড়ল পাশে থাকা সাইনবোর্ডের দিকে লেখা আছে "বিপজ্জনক রাস্তা"। এটা দেখে নীল বলল,,,,,

--"তাহলে কি জান এই পথ দিয়ে গেছে,,, যাই আমি একবার দেখে আসি"। বলে নীল চলে গেলো। ওই রাস্তায় গিয়ে অনেক দেখল কিন্তু নিশাকে খুঁজে পেলো না। নীল আবার ওইসব জায়গায় ঘুরলো। নীল চিৎকার করে বলল,,,,,,

--"জান,,,,,,,,কোথায় তুমি?? প্লিজ ফিরে এসো"।(বলে নীল কাঁদতে লাগল)

তখনই নিশা এলো আর নীলকে কাঁদতে দেখে নিশা বলল,,,,,

--"একী নীল তুমি এইভাবে কাঁদছো কেন??"।(বলে নিশা নীলের কাঁধে হাত রাখল)

নিশার আওয়াজ শুনে নীল পিছন ফিরে দেখল নিশা হাসি মুখে দাঁড়িয়ে আছে। নিশাকে দেখে নীল ওকে জড়িয়ে ধরল।

--"কী,,,,কী হয়েছে নীল??"।(নিশা অবাক হয়ে বলল)

--"জা,,,,,জান তুমি ঠিক আছো তো?? তোমার কিছু হয়নি তো??বলো না জান,,,,,"।(নীল কাঁদতে কাঁদতে বলল)

--"আরে আমার কিছু হয়নি খালি ওই হাত কেটে গেছে উঠতে গিয়ে"।(নিশা)

--"উফ্!!! তুমি যে কী করো না দাও আমি আমার হাত রুমাল দিয়ে বেঁধে দিচ্ছে"।(বলে নীল তাড়াতাড়ি নিজের প্যাকেট থেকে একটা রুমাল বের করে নিশার হাতে বেঁধে দিলো)

--"এই তুমি কাঁদছিলে কেন??"।(নিশা)

--"তুমি কোথায় ছিলে??"।(নীল)

--"ওই তো হোটেলে গেছিল আর আসতে গিয়ে হাতটা কেটে গেলো;ও আচ্ছা তুমি কী ভাবলে যে আমি এখানে লুকোতে এসেছিলাম আর তখনই পা স্লিপ খেয়ে নীচে পড়ে গেছি আর মরে ভূত হয়ে গেছি,,,"।(নিশা)

--"এই একদম ওইসব কথা বলবে না তুমি জানো আমি তোমাকে ছাড়া এক মূহুর্তে থাকতে পারি না যেমন শিব পার্বতী ছেড়ে এক মূহুর্ত থাকতে পারে না ঠিক সেই রকম"।(নীল)

--"ওও তাই বুঝি আচ্ছা আমি যদি মরে,,,,"।(নিশা)

--"আবার??"।(নীল)

--"সরি কিন্তু তুমি অত ভালোবাসে না কারণ আমি তো একদিন না একদিন তোমাদের ছেড়ে,,,"।(নিশা)

--"জান,,,,,,,,,,একদম এইসব বলবে না; তুমি জানো তুমি কোথায় চলে গেছিলে বলে আমি কতটা ভয় পেয়েছিলাম তুমি তো জানোই আমি তোমায় বড্ড ভালোবাসি তোমায় ছেড়ে আমি কিছুই করতে পারবো না;তুমি না থাকলে আমিও থাকবো না তুমি আমার ভালোবাসা জান তোমায় ছাড়া আমি একেবারেই বাঁচতে পারবো না মরেই যাবো কারণ তুমিই আমি প্রাণ ভোমরা তুমি না থাকলে এই নীল চৌধুরীর কোনো চিহ্ন পাওয়া যাবে না এইসব বলো না প্লিজ জান"।(নীল এক নিশ্বাসে সব বলল)

"এই আর উল্টো পাল্টা কথা বলো না আমি একদম ঠিক মনের মানুষ পেয়েছি জানো আমার ইচ্ছা ছিল যে আমি যেন ভগবান শ্রী কৃষ্ণের মত মনের মানুষ পাই কিন্তু সেটা সত্যি হলো"।(নিশা কাঁদতে কাঁদতে বলল)

--"জান আমিও চেয়েছিলাম যে রাধার মতো প্রেম যেন যদি করে তাহলে ওকেই আমার জীবন সাথী বানাবে কিন্তু সেটাই সত্যি হলো জান,,,,,"।(নীল)

--"হ্যাঁ বলো"।(নিশা)

--"আই লাভ ইউ জান আই রিয়েলি লাভ ইউ জান পাখি,,,,"।(বলে নীল নিশাকে জড়িয়ে ধরল)

--"আই লাভ ইউ টু বদমাইশ চৌধুরী"।(বলে নিশা নীলকে জড়িয়ে ধরল)


এরা নিজের নিজের মনের মানুষ তাহলে পেয়েই গেলো এরা যাদের সবসময় ভালো থাকুক কেউ যেন এই দুজনকে আলাদা করতে না পারে,,,❤


সমাপ্ত,,,,,,💖



Rate this content
Log in

Similar bengali story from Romance