STORYMIRROR

Sumalika Bhattacharya

Romance Fantasy

4  

Sumalika Bhattacharya

Romance Fantasy

দূরে কোথাও

দূরে কোথাও

1 min
193

"আর ভালো লাগছে না । এই বিরক্তিকর বিকট আওয়াজ দিনরাত সবসময় শোনা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। কিগো আর একটা ব্যাবস্থা করো। " প্রতিদিন ঘুমোতে যাওয়ার সময় সৌরভকে শুনতে হয় সোমার এই কথাগুলো। এয়ারপোর্টের কাছে ফ্ল্যাট কেনার পির থেকেই শুরু হয়েছে এই সমস্যা।দিনরাত এরোপ্লেনের শব্দে সোমার মাথা গরম হয়ে যাচ্ছে দিনদিন । আর আশান্তিও বাড়ছে । কিন্তু ব্যর্থ করা মানে তো অন্য কোথাও ফ্লাট কিনে চলে যাওয়া । কিন্তু তা তো এক্ষুনি সম্ভব নয়। আর এই ফ্লাট তো দুজন পছন্দ করেই কিনেছিলো। অফিস কাছে আর দুজনকে প্রায়ই বিদেশ যেতে হয় অফিসের কাজে । হটাৎ সরকারি নির্দেশে প্লেন চলচলে পড়লো নিষেধাজ্ঞা। কিন্তু এই স্তব্ধতা কোনো স্বস্তি না এনে বরং এনে দিল বিষন্নতা। জানলা দিয়ে একটা কাগজের প্লেন উড়তে দেখে মুহূর্তে ছোট বাচ্চার মতো খুশিতে হাত তালি দিয়ে উঠলো সোমা । সৌরভকে ডেকে আনল। ওর মুখের প্রসন্নতা নিশ্চিন্ত করলো যে আর নতুন ঠিকানা খুঁজতে হবে না ।


Rate this content
Log in

Similar bengali story from Romance