দুর্ঘটনা
দুর্ঘটনা
তার বুকের উপর দিয়ে কত গাড়ি যায় মানুষেরা হেঁটে যায় কিন্তু তার কোনো অভিযোগ নেই। যখন তার বুকের উপর রক্তের ছাপ পরে, তখন তার দুঃখের সীমা থাকে না। আপনারা ঠিক ধরেছেন আমি রাস্তার কথা বলছি। আর এই রক্তের ছাপ কোনো দুর্ঘটনার মর্মান্তিক পরিণতি! দুর্ঘটনা আমাদেরকে ভীত করে তোলে। রাস্তা যেন চিৎকার করে বলতে চাই মানুষদেরকে,"তোমরা আর আমার বুকের উপর রক্ত ঝরিয়ো না। আমি দিন দিন রক্তে স্নাত হয়ে যাচ্ছি।" যতদিন যাচ্ছে, গাড়ির সংখ্যা তত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আমাদের বেপরোয়াভাব ও, ফলে ঘটে যাচ্ছে মর্মান্তিক দুর্ঘটনা। একদিন একটি গাড়ি খুব দ্রুত গতিতে যাচ্ছে আর একজন বৃদ্ধা রাস্তার সিগনাল মেনে পার হতে যাবে, বেপরোয়া গতির জন্য গাড়িটি থামাতে না পারায় চালক বৃদ্ধাকে পিষে চলে যায়। আমি আর আমার বন্ধু তখন বৃদ্ধাকে নিয়ে হাসপাতালে যাই, কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি। সেই মুহূর্তে রাস্তা যেন কাতর স্বরে বলে ওঠে,"হায় ভগবান! আর কত রক্ত ঝরাবে আমার বুকে?" এই রকম কত দুর্ঘটনা কত মানুষের প্রাণ কেড়ে নেয়, কিন্তু তাও আমরা সচেতন হতে পারি না। আমরা যদি একটু সচেতন হই, তাহলে বেশিরভাগ দুর্ঘটনাই আমরা এড়াতে পারি। দুর্ঘটনা মানুষের জীবনের সুখ-শান্তি সব নষ্ট করে দেয়। তাইতো রাস্তা বলে,"আমি হাতজোড় করে বলছি তোমরা নিজেদের জীবনের মূল্য বুঝতে শিখো।"