শুভ চক্রবর্তী

Drama Tragedy

3  

শুভ চক্রবর্তী

Drama Tragedy

দিনলিপির আসর ( টাকা )

দিনলিপির আসর ( টাকা )

1 min
259


পরিস্থিতিটা বড়ই অদ্ভুত | অর্থ উপার্জনে জীবনের সর্বস্ব জলাঞ্জলি দেবার পরও যখন একটি রোগে নিজেদের সামনে মৃত্যু মাথা উঁচু করে দাঁড়ায়, তখন কোনো শব্দ কোনো যুক্তি দিতে পারে না | সময়কে জলাঞ্জলি দিয়ে পরিবারের মানসিক সুখকে জলাঞ্জলি দিয়ে কেবলই অর্থসুখ ও শারীরিক মিলনের কামনা, কেমন যেন বেঁচে থাকার অর্থটাকেই গলা টিপে মেরে ফেলে |


এইরকম উদাহরণ অনেক আছে | কত দেখেছি! নিজের মাতৃভাষা, নিজের পরিবার, নিজের বৃদ্ধ মা, বাবা, স্ত্রী ও সন্তান সুখলাভের আশা না করে ছুটে গেছে পয়সার লোভে | বৃদ্ধ মা, বাবা মৃত্যুবরণের আগে কতবার হয়ত তাঁদের প্রাণের খোকাকে দেখতেও চেয়েছেন | কিন্তু, ছেলে-মেয়ের সময় কোথায়?


কত সন্তান তার ছেলেবেলা বাবার সাথে উপভোগ করতে চায়, কিন্তু সম্ভব হয়না, ঐ পয়সার লোভের জন্যেই | হায়রে টাকা, না আছে তোর জাত, না পাত, আমার কাছে টাকা কেবলই মূল্যহীন!


Rate this content
Log in

Similar bengali story from Drama