ধর্ষণ (এক প্রকারের)
ধর্ষণ (এক প্রকারের)
বয়স তখন হয়তো চার। বাঁশবাগানে নিয়ে গিয়ে কোনো একজন পুরুষ তার প্যান্ট টা খুলে দেয়। পাশের বাড়ির জেঠু দেখতে পেয়ে চেঁচাতেই ছেলেটি ভয় দৌড়ে পালাল। কে ছিল সেই ছেলেটি মেয়েটির আজও মনে নেই।।
বয়স তখন সাত। মামার বাড়িতে মেয়েটি বেড়াতে গেছিল। প্রচণ্ড ঘুম পাওয়ায় ঘুমিয়ে পড়েছিল বিছানায়। হঠাৎ ঘুমের মধ্যে সে বুঝতে পারে কেউ তাকে অস্বস্তিকর পরিস্থিতে ফেলেছে। চোখ খুলতেই দেখতে পায়, তারই দুঃসম্পর্কীয় এক দাদা তার ঠোঁটে চুম্বন করছে। মেয়েটি সেখান থেকে তাকে ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। মাকে বললে মা বলেন ভুলে যেতে।।
বয়স তখন বারো। মেয়েটি বাসে বসে। একটি পঞ্চাশ ঊর্ধ পুরুষ তার বুকের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে জিভ টাকে চাটার ভঙ্গি করছে। মেয়েটি তখন কিছু বুঝতে পারেনা, কেনো করছে। কিন্তু ভীষণ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে।।
বয়স যখন চোদ্দ। মেয়েটি কেমিস্ট্রি পড়তে গেল। কেমিস্ট্রির শিক্ষক কেমিক্যাল রিয়াকশন বোঝানোর বাহানায়, বারবার তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। মেয়েটি এবার বুঝতে শিখল। বাড়িতে এসে বলল সে আর টিউশন পড়তে যাবেনা।।
বয়স যখন একুশ। মেয়েটি ভিড় বাসের মধ্যে অনুভব করল, তার প্রাইভেট পার্টসে কেউ হাত দিয়ে চলেছে। মেয়েটি আর চুপ থাকল না। ওড়নার সেফটি পিন পুরো ফুটিয়ে দিল লোকটির গায়ে।।
বয়স যখন চব্বিশ। মেয়েটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। একদল অসভ্য ছেলে বলতে থাকল- বাইরেটা কি ফর্সা! ভেতরটা তো মাখনের মত হবে! মেয়েটি এবারও চুপ থাকল না। সোজা গিয়ে লোকগুলোকে পিটিয়ে দিল।।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মেয়েটি কতদিন নিজেকে বাঁচিয়ে রাখবে? এটা শুধু এই মেয়েটিই নয় বরং প্রতিটা মেয়ে। সমাজের মধ্যে যদি এরকম নোংরা মানসিকতার পিশাচ মানুষ রূপে বসবাস করে তাহলে কি হবে?? সবসময় কি জামাকাপড়ের দোষ? একটি ডাক্তারকে ডাক্তারের পোশাক পরা অবস্থায় কেনো রেপ করা হলো? একটি হাসপাতালে নার্সদের চেঞ্জিং রুমে কেন কোনো দরজা লাগানো হয়না? সবসময় যদি জামাকাপড় দোষী হয়, তাহলে বলুন তো বৃদ্ধাদের কেনো ধর্ষণ করা হচ্ছে, শিশুদের কেনো ধর্ষণ করা হচ্ছে, এমনকি মৃত নারীকেও!! কেন?? বলতে পারেন??
