Rinki Banik Mondal

Inspirational

0  

Rinki Banik Mondal

Inspirational

ঢাকাই জামদানি(বিষয়-পুজোর মরশুম

ঢাকাই জামদানি(বিষয়-পুজোর মরশুম

1 min
856


এবার পুজোতে মিলি ঠিক করে তার মা'কে একটা লাল-পার ঢাকাই জামদানি দেবে।মিলির বিয়ে হয়েছে সাত বছর হতে চলল।কিন্তু এই সাত বছরে অনেক চেয়েও সে তার বাপের বাড়িতে বাবা-মাকে বছরে একখানা ভালো জামাকাপড় কিনে দিতে পারেনি।আর পারবেই বা কি করে!যে পরিবারে ওর বিয়ে হয়েছে সেই পরিবার তো নিজের ছাড়া কিছু বোঝে না।এমনকি ওর স্বামী সুবল'ও নয়।আগেরবার কেনাকাটার সময় মিলিকে বলেই দিয়েছিল-"তোমার বাড়িতে অত টাকা দিয়ে জামাকাপড় দিতে পারবনা।"এদিকে সুবল মিলিকে বাইরে চাকরিও করতে দেবেনা।তবে এবার মিলি কিছুটা জোর করেই ঘরে বসে অনলাইনে পুতুল বিক্রি করেছে।তাতে কিছু পয়সাও এসেছে ওর হাতে।তাই এবার মিলি ওর সুপ্ত ইচ্ছেটা পূরণ করতে পারবে দেবী মায়ের আশীর্বাদে।


Rate this content
Log in

Similar bengali story from Inspirational