চালতা গাছের ভুত
চালতা গাছের ভুত
তন্ময় ও জীবন দুই বন্ধু। তারা দুজনেই এবার Inter 1st year এ পড়ে। তাদের বাবা-মা তাদের কলেজ থেকে অনেক দূরে বসবাস করে। তাই তাদের বাবা-মা সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে হোস্টেলে পাঠিয়ে দেবে। যা বলা তাই কাজ। ঢাকার এক শহরে তারা একটি হোস্টেল পায় আর সেখানে থাকতে শুরু করে। এভাবে ছয় মাস কেটে গেল, একদিন তাদের স্যার বলতে লাগলেন তোমাদের হোস্টেলে পাশে যে টয়লেট আছে সেটার পাশে একটা চালতা গাছ আছে,সেখানের মানুষ বিশ্বাস করে সেই চালতা গাছে ভুত থাকে। তাই রাতে সেখানে একলা যাওয়া একদমই উচিত নয়। স্যার দু'বছর পর দেশে ফিরেছেন এসেই এরকম কথা বলছে কেন? স্যারের কথা দুজনেরই অদ্ভুত লাগে, রাতে তার মা-বাবার সাথে ভিডিও কলে কথা বলছে তন্ময়। ইতিমধ্যে জীবন এসে তন্ময়কে ভাত খাবার জন্য ডাকে, তারা দুজনের রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। রাতে তন্ময় বলে জীবনকে, যে তার টয়লেটে যেতে হবে। জীবনকে বলল স্যার তো বলল যে রাতে সেই টয়লেটে যাওয়া উচিত না। দুজন মিলে ভাবল টয়লেটে যাওয়া উচিত নয়। তারপর তারা দুজন মিলে সেই টয়লেটে গেল অনেকক্ষণ হয়ে গেল কিন্তু তন্ময় টয়লেট থেকে বের হলো না। অনেকক্ষণ পর তনময় বের হল তারপর তারা ঘুমাতে গেল। রাতে জীবন দেখল পাশে তন্ময় নেই। তারপর সেই ফ্ল্যাশ লাইট দিয়ে দেখলো কাউকে দেখতে পেল না। তারপর আবারও গেল আর গিয়ে দেখল তন্ময় ওখানে পড়ে রয়েছে। আসলে তন্ময়কে অজ্ঞান করে ভুতটি তন্ময় সেজে জীবনকে মারতে আসে কিন্তু আলোর ভয়ে সে চলে যায়। আসলে ভুতটি আলো ভয় পাই। পরের দিন সকালে স্যারকে বলে তারা এই কথা। স্যার তাদের বাবা মা সাথে কথা বলে অন্য হোস্টেলে পাঠিয়ে দেয় তারপর থেকে আর কোনদিন এই আত্মার কবলে পড়েনি ওরা।

