Anonymous Writer

Abstract Others

2.5  

Anonymous Writer

Abstract Others

ভালো

ভালো

1 min
51


ও তো ওইখানে যাচ্ছিলো। অনেক কষ্ট পেয়েছে জীবনে। ভাবলো যে সত্যিই কি কেউ নেই যে সবার সত্যিই ভালো করার চেষ্টা করবে।

একটা ফাঁকা এক তলা বাড়ি দেখলো বাড়িটা পুরো পরিতক্ত ভাবলো যে এখানে সে সবার ভালো করার দফতর খুলবে।

ও ভাবলো যে এবার কাউকে না কাউকে তো সত্যিই সবার ভালো করার দায়িত্ব নিতে হবে। এরপর থেকে ও পুরোপুরি সবার ভালো করা শুরু করলো। যে ওর এই দফতরে আসতো ও তারই পুরোপুরি ভালো করতো। 

এইভাবে সবার ভালো করতে করতে ওর অনেক ক্ষয় হলো। সবাই ওকে ওর এই ভালো কাজগুলোর জন্য খুব প্রসংশা করতো। ও এটাও ভাবতো যে ওর পেট কি করে চলবে। একদিন ও একজনের ভালো করে নিজের দফতরে ফিরে এসে দেখে যে দফতরের ভিতরে কে যেনো ওর জন্য অনেক খাবার রেখে গেছে। অনেক চেষ্টা করেও ও জানতে পারলোনা যে কে ওর জন্য ওর দফতরের ভিতরে এতোগুলো খাবার রেখে গেলো। তখন ও নিজের মনে মনে বলতে লাগলো যে, “ স্বয়ং ভগবান আমার জন্য এই খাবারগুলো রেখে গেছেন। ”


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

More bengali story from Anonymous Writer

ভালো

ভালো

1 min படிக்க

Similar bengali story from Abstract