STORYMIRROR

ঠাকুরমাহমুদ thakurmahmud

Inspirational Children

2  

ঠাকুরমাহমুদ thakurmahmud

Inspirational Children

বাবা

বাবা

1 min
83


বাবা আমার, বাজারের সব রঙিন খেলনা

বাবা আমার, বাজারের সব মিষ্টি মিঠাই,

বাবা আমার, আজ শুক্রবার স্কুল ছুটি

বাবা আমার, সেদিন বুঝি যেদিন তার অনুপস্থিতি।


আমার আব্বা। একজন যোদ্ধা, যিনি জীবনের সকল যুদ্ধে জয়ী হয়েছেন। ১৯৭৯ সনের ডিসেম্বরের কনকনে এক শীতের রাতে আমার দাদাজানের অসুস্থতার কথা শুনে আমার আব্বা বাংলাদেশ সরকারের কারফিউতে কোনো গাড়ি না পেয়ে ঢাকা থেকে এক পাঁচটনি ট্রাক ভাড়া করে গ্রামের বাড়িতে চলে আসেন। তিনি ঢাকা ফিরেই রাগে দুঃখে একটি গাড়ি কিনেন।


আমাদের জীবনের প্রথম নিজেদের গাড়ি Jeep CJ5 Yellow Model: 1974 আমার দাদাজান জিপে বসার আগে বলেছিলেন - দাদাজান একটি দান করতে চান। আমার আব্বা গর্বের সাথে দাদাজানের ইচ্ছাপূরণ করেন। তিনি আমাদের ৩৭০ বছরের পুরোনো আরিফাইল মসজিদ ফান্ডে আধা বিঘা জমি দান করে দেন। ১৯৮১ সনে আমার দাদাজান ও ১৯৯৯ সনে আমার আব্বা আমাদের অনাথ করে দিয়ে চিরো বিদায় নেন। পরম করুণাময়ের কাছে প্রার্থনা - যদি পুনর্জন্ম থেকে থাকে, তাহলে আমি বার বার এই বাবারই সন্তান হতে চাইবো। 




Rate this content
Log in

Similar bengali story from Inspirational