STORYMIRROR

ঠাকুরমাহমুদ thakurmahmud

Tragedy

3  

ঠাকুরমাহমুদ thakurmahmud

Tragedy

প্রিয় বন্ধু আপনি ভালো থাকুন

প্রিয় বন্ধু আপনি ভালো থাকুন

1 min
157

কোন দেশে বাড়ি তোমার

কোনবা দেশে ঘর ?

মাটির দেশের মানুষ আমি

মাটিতেই আমার ঘর।।


কর্মজীবনের এক দুর্গম যাত্রা পথে আপনার সাথে আমার পরিচয়। শত সহস্র ঝড় ঝঞ্ঝার মাঝে আমরা পাড়ি দিয়েছি সুদীর্ঘ একটি বছর। এই এক বছরে আমাদের স্মৃতিতে জমা হয়েছে শত সহস্র আনন্দ বেদনা আর পরিবার পরিজনের কাছ থেকে দুরে থাকার দুঃখ কষ্ট। খাবারের কষ্ট, থাকার কষ্ট, পানীয় পানির কষ্ট, ঘুমের কষ্ট, মৃত্যু ভয় আরোও কতো কি? বেঁচে ফিরে আসবো যার যার নিজ দেশে নিজ মাতৃভূমিতে নিজ বাড়িতে তা কখনো ভাবিনি। অথচ নিজ দেশে নিজ বাড়িতে নিরাপদে ফেরার পর আজ আপনি আমাদের সকলকে এভাবে ছেড়ে চলে যাবেন কখনো ভাবিনি। আপনার সাথে সর্বশেষ দেখা হয়েছে ২০১৭ সনে। কখনো ভাবিনি এ জীবনে আর কোনোদিন দেখা হবে না। কখনো ভাবিনি কোনো বেলাভূমিতে দাড়িয়ে আর কোনোদিন আর কোনো গল্প করা হবে না, গল্প করা হবে না সেই “স্মৃতি ১৯৯৯”


আমার কর্মজীবনের দুর্গম পথের সহযাত্রী ও প্রিয় বন্ধু গত ১০ই এপ্রিল করোনা আক্রান্ত হোন এবং ১৫ই এপ্রিল হসপিটালাইজড হোন। তিনি সকলকে কাঁদিয়ে দুঃখের অথৈ সাগরে ফেলে ৩০শে এপ্রিল রাত ২২৩০ ঘটিকায় এই পৃৃথিবী ছেড়ে চিরো বিদায় নেন। পরম করুণাময় আল্লাহপাকের দরবারে করজোরে মিনতি করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।



Rate this content
Log in

Similar bengali story from Tragedy