শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা
শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা
মহাকাশ বিজ্ঞান নাসা’র মহাকাশযান ছুটে চলেছে মহাকাশের অনন্ত পথের দিকে। হয়তো, আজ কাল পরশু অথবা অযুত লক্ষ নিযুত কোটি বছর পর হলেও! হয়তো কোনো একদিন প্রমাণ হবে - আদি ধর্ম সনাতন ধর্ম। সনাতন ধর্মই সত্য ধর্ম। হতে পারে, আবার নাও হতে পারে। তবে, কখনও যদি এমন হয়, তাহলে আশ্চর্য হওয়ার মতো মনে হয় বিশেষ কোনো কারণ নেই।
সেই মহাকালের জন্য অপেক্ষায় একজন অনন্তকাল ধরে পথ চলা পথিক।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা।
