অন্ধকারের ছাঁয়া (থ্রিলার গল্প)
অন্ধকারের ছাঁয়া (থ্রিলার গল্প)
রাত এখন গভীর। বাহিরে থেমে থেমে বৃষ্টি পড়ছে, ছাদের উপর পানি পড়ার শব্দ যেন ধীর হয়ে বাজছে।
আমি জানালার ধারে দাঁড়িয়ে আছি, চোখের সামনে শহরের আলো ঝাপসা হয়ে আসছে, অথচ মাথার ভেতর একটাই প্রশ্ন!
অনু কোথায়?
বিগত পাঁচ বছরে আমরা কত ঝড় পার করেছি, কত রাত জেগে নিজেদের বাঁচানোর পথ খুঁজেছি। কিন্তু আজ?
আজ সবকিছু কেমন অচেনা লাগছে, হঠাৎ সব অচেনা লাগছে ।
হঠাৎ অনু গায়েব হয়ে গেছে, কোনো চিহ্ন নেই, কোনো মেসেজ নেই।
হ্যাঁ আমি জানি, এটা কোনো সাধারণ হারিয়ে যাওয়া নয়।
অনু নিজে কোথাও লুকায়নি। কেউ ওকে নিয়ে গেছে।
এবং আমার ভয় হচ্ছে অনেক।
আমি হয়তো জানিই না, অনু আসলে কে?!
কি তার রহস্য!
ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। অচেনা একটা নাম্বার থেকে কল আসলো।
আমি ভাবতে ভাবতে কল'টা রিসিভ করলাম।
ঐপাশ থেকে ভেসে আসলো।
- "অনুকে খুঁজছো?
তার কণ্ঠটা ঠান্ডা, যেন বরফের চেয়েও শীতল।
আমার হাত একদম শক্ত হয়ে গেলো। হঠাৎ এমন ফোন কল আবার অনুকে নিয়ে!
সাথে সাথে জবাব দিলাম।
- "কে বলছেন?
একটা নিঃশ্বাস ফেললো ঐপাশের লোকটা, তারপর বললো!
- "তুমি কি সত্যিই জানো, তুমি কাকে ভালোবেসেছো?
আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। গলার স্বরটা চেনা, অথচ অচেনা লাগছে, কে এই লোক অনুকে কিভাবে চিনে!
রেগে বললাম।
- "বাজে কথা বন্ধ করো,অনু কোথায়?
লোকটা এবার একটু হাসলো। কিন্তু সেই হাসিটাও অনুভূতিহীন।আর বললো।
- "অনু এখনো বেঁচে আছে, মেঘ। কিন্তু সে কতদিন বেঁচে থাকবে, সেটা তোমার উপর নির্ভর করছে।"
আমি শিউরে উঠলাম!
ফোনটা এখনো আমার হাতে, কিন্তু ঐপাশ থেকে কেউ কথা বলছে না আর।
শুধু একটা চাপা নিঃশ্বাসের শব্দ আসছে, যেন কেউ খুব ধীরে নিশ্বাস নিচ্ছে!
কিংবা যেন আমার প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছে।
আমার পেটের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে হঠাৎ।
আমি আবার বললাম,
"তুমি কে? আমাকে কিভাবে চিনো, আমার নাম কিভাবে জানো?
ঐপাশ থেকে এবার একটা হাসির শব্দ এলো।
যেন কোনো অনুভূতি নেই, মনে হচ্ছিলো কোনো মানুষ নয়, বরং এ একটা ছায়া কথা বলছে।
আমার চুপ করা দেখে সে আবার বলে উঠলো।
- "তুমি মনে করতে পারছো না, তাই না?
আমি চুপ করেই রইলাম।
আবার বললো।
- "অনুকে কোথায় দেখেছিলে শেষবার?
আমি চোখ বন্ধ করলাম, চেষ্টা করলাম মনে করতে।
হ্যাঁ একটু মনে পড়েছে!""" গতকাল রাতে...!
আমরা কথা বলছিলাম তখন। অনু খুব অদ্ভুত ভাবে আচরণ করছিলো।
ওর চোখগুলো কেমন জানি লাগছিলো, যেন অনেক কিছু বলতে চায়, কিন্তু পারছে না।
অনু তখন হঠাৎ বলছিলো।
-"মেঘ, তুমি কখনো জানতে চেয়েছো, আমি আসলে কে?
আমার মনে নেই, তখন আমি কী উত্তর দিয়েছিলাম তাকে।
কিন্তু এখন আমার মনে পড়ছে!
আমার স্মৃতিতে কিছু একটা ভুল আছে,
আমি ধীরে ধীরে বললাম,
-"আমি মনে করতে পারছি না।"
ঐপাশ থেকে এবার খুব আস্তে একটা গলা শুনলাম,
-"তোমাকে মনে করতে হবে মেঘ😌
কারণ তুমি যদি মনে করতে না পারো… অনু আর কখনো ফিরে আসবে না!
ফোনটা কেটে গেলো।
আমি চুপ করে বসে রইলাম!
ঘরের বাতিটা বন্ধ। অন্ধকারের ভেতর শুধু আমার নিজের নিশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি।

