Sucharita Das

Inspirational

2  

Sucharita Das

Inspirational

আশা

আশা

1 min
310


প্রিয় ডায়েরি,


ঘরবন্দী জীবন কারুর কাম্য না। পরিস্থিতির শিকার আমরা এখন। প্রতিদিন ভোরে এই আশায় ঘুম থেকে উঠি, যেন নতুন সূর্য আমাদের জীবনেও নতুন আশা নিয়ে আসে। চিকিৎসার জন্য বাইরে যাওয়া বেশ কিছু মানুষ দূরদেশে আটকে গেছে। পাশের বাড়ির এক ভদ্রলোক তার মায়ের চিকিৎসার জন্য ভেলোরে গিয়ে ওখানেই ঘরবন্দী হয়ে আছেন। কোনো উপায় নেই ফেরার। সত্যি এই অবস্থায় আমরা কি করতে পারব একে অপরের জন্য। ইচ্ছা থাকলেও একে অপরকে সহায়তা করতে পারবনা। সামাজিক দুরত্ব বজায় রাখতে হচ্ছে নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে। কিছু মানুষ লক ডাউনকে অতো গম্ভীরভাবে নিচ্ছে না। সেজন্য প্রশাসন যথেষ্ট সতর্ক আমাদের এখানে। কিছু দায়িত্বজ্ঞানহীন লোকের নির্বুদ্ধিতার ফল সবাই ভোগ করতে পারে না। জানিনা আর কতদিন আমাদের এভাবে থাকতে হবে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে এর ফল সুদূরপ্রসারী । তাও আশাতেই মানুষ বেঁচে থাকে। আমরাও সেই আশায় আছি, যেদিন পৃথিবী তার এই ভয়াবহ অসুখ থেকে মুক্তি পাবে।

           


Rate this content
Log in

Similar bengali story from Inspirational