আর্দ্রতার খোঁজে ।।।
আর্দ্রতার খোঁজে ।।।




মনের আকাশে জমে আছে কালো মেঘ,
ভারী হয়ে ওঠে মাঝেমাঝেই,
তবু ঝরছেনা কিছুতেই,
পুরুষকারের শাষণে মৌন আপাতত,
যেদিন বেড়া ভাঙবে সেদিন
ঝরঝরিয়ে ঝরবে প্রাণ,
ঝরবে যেদিন বইবে প্লাবন,
বুকের মাঝে রক্তক্ষরণ, এ অপেক্ষা আর কত ?
স্মৃতির বাষ্পে ঘনিভূত মেঘে
আকাশহৃদয় হচ্ছে ভারী,
শুষ্ক আঁখিদ্বয় আজও প্রতীক্ষায়,
দীর্ঘকালীন রুক্ষতা ছাড়ি
আর্দ্রতার খোঁজে মন হারায়,
আজ সেও ভিজতে চায়,
আজ সেও ভিজতে চায় ।।।