যে স্বপ্নের কোন মানে নেই
যে স্বপ্নের কোন মানে নেই
ফেলে দাও...
ছুড়ে দাও বাতাসে..
বুকের বিবর্ণ ইচ্ছে যতো.....!
তারচেয়ে,
এসো আমরা পায়ে পা রেখে
কাঞ্চনজঙ্ঘার শরীরে নিজের শরীর মেলাই,
পাশাপাশি শ্রেফ নিঃশব্দে হাঁটি....!
আমাদের বুকে ইচ্ছেদের নতুন প্রজন্ম
দ্বিধাহীন স্পর্শে মাতুক.....!