যদি অভিজ্ঞ হতাম
যদি অভিজ্ঞ হতাম
যদি আমরা কোনও দিনও ভালবাসায় অভিজ্ঞ হয়ে উঠি
সে দিন পদ্যের বাড়ি যাব
হাঁটতে হাঁটতে ধানের শীষের সাথে কথা বলব
পায়ে পায়ে যে ঘাসগুলোকে মাড়িয়ে গেছি ওদেরও
দু-এক কথা বলব প্রেমের
যদি আমরা ভালবাসায় অভিজ্ঞ হয়ে উঠি জোনাকিদের
বাড়ি যাব
বকুলের ফুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে ডুবে যাব
গানের ভেতরে
কিন্তু একটা চিহ্ন খুঁজতে গিয়ে যে ভাবে
আর পাঁচটা মানুষ ভালবাসে আমরা সে ভাবেই
এক অস্থির সময়ে ভেসে গেছি
দুজনেই লিখেছি একে অপরের ক্ষতি বিচ্ছেদের
যদি আমরা ভালবাসায় অভিজ্ঞ হয়ে উঠতাম
হয়তোবা একটা 'ভালবাসা' তৈরি হতো!