যান্ত্রিক
যান্ত্রিক


শিক্ষার কোনো শেষ নাই দুক্ষের কাটেনা রেশ
দুঃখ আজ কোনো ভাবেই ভালো লাগছে নাকি বেশ
পেশা চলে গেছে, থাকি ঘরে শুয়ে বার দশেক উঠি জেগে
ভাবতে পারিনা কিছু,আবার শুয়ে পড়ি রেগে
যন্ত্রের ভরসায় পরে গেছো যারা ভাবনা ছিল না র
কত কিছুই আছে চুপচাপ ঘরে বসে করার
ঘরে বসেই কবিতা বানিয়ে ছন্দে ভরেছি ভাবতে পারো কি তা!!
যন্ত্রের মাঝে ঢুকে গেছে আজ এসব বলাই বৃথা!!