STORYMIRROR

Mausumi Pramanik

Abstract

3  

Mausumi Pramanik

Abstract

উত্তরহীন পথচলা

উত্তরহীন পথচলা

1 min
2.2K


কেন যে হু হু করে মনটা অন্যের জন্যে!

দূরে থেকেও অন্যদের ভালমন্দে অস্থির হয়।

অবুঝ, সাদা, সরল, স্বচ্ছ মনটা জটিল আবর্তে ঘোরে!

বন্ধুত্বের প্রতি এতখানি দায়বদ্ধতা কিসের?

প্রেমের জন্যে কেন আকুল হয় হৃদয়?

কামার্ত শরীর, মন কেন পাগলপারা হয়?

ঝাঁপিয়ে পড়তে চায় অনিশ্চয়তার মাঝে...

এর উত্তর কেউ কখনো দিতে পারেনি।

কোনদিন খুঁজে পাওয়া যাবে না।


এভাবেই ভালোবাসতে থাকবো...

নিজেকে উজাড় করে দেবো...

এভাবেই ভালো বাসতে বাসতে একদিন

এ ধরিত্রী ছেড়ে নিঃশব্দে চলে যাব...

সকালের ফুল বিকেলে ঠিকই ঝরে যাবে।

অভিমান,অনুরাগের পশরা কালের গহ্বরে হারিয়ে যাবে।

স্মৃতিচিহ্নটুকুও থাকবে না...

ওরা জানতেও পারবে না...

এক ফোঁটা চোখের জলও পড়বে না।

সূতিকা গৃহ থেকে শ্মশান...

জীবনের পথ’টাই যে এমন।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract