উন্নতি ?
উন্নতি ?


আমার বাড়ির ঘুলঘুলিতে দেখতাম চড়াই পাখীদের বাসা।
আজ সেটা শুন্য..কতো খুঁজেছি ওদের..পাইনি
আরও অনেক কিছুর অস্তিত্ব শেষের কিনারায় ....
মোবাইল আছে... শেষের দিন সবে হল শুরু
মানুষকেই মানায় ...(প্রযুক্তি)
ঘরের টেলিফোনটা আর বাজেনা
হয়তো আজ তার প্রয়োজন নেই l
ওদেরও আজ দেখিনা আর l
মানুষের অতিকায় উদরে পৃথিবীর আধা শেষ ...
কমেনি তাও ক্ষিদে...
এখন অন্য গ্রহ খাওয়ার ইচ্ছা জাগে তাই
বিজ্ঞানে 'ব্ল্যাকহোলের' নাম শুনেছিলাম
পক্ষান্তরে তা মানুষ....বুঝতে সময় লাগল ভাই...(উপসংহার)